বাংলাহান্ট ডেস্ক : কেরিয়ারে কমেডি ঘরানা থেকে দেশপ্রেমের ঘরানায় ফোকাস পরিবর্তন করেছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। বেবি, এয়ারলিফট, কেশরি, স্কাই ফোর্সের মতো জনপ্রিয় ছবি রয়েছে তাঁর ঝুলিতে। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি কেশরি চ্যাপ্টার ২। বক্স অফিসের খরা কাটিয়ে বেশ ভালো পারফর্ম করছে ছবিটি। উপরন্তু বর্তমান পরিস্থিতিতে যেন আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে ছবিটি। এবার সিনেমা এবং বাস্তবকে এক করে কাশ্মীর হামলা নিয়ে বার্তা দিলেন অভিনেতা। তাঁর প্রতিবাদের ধরণ ইতিমধ্যেই হয়ে উঠেছে আলোচনার বিষয়।
কাশ্মীর হামলা নিয়ে মুখ খুললেন অক্ষয় (Akshay Kumar)
সম্প্রতি মুম্বইয়ের একটি প্রেক্ষাগৃহে কেশরি ২ এর স্পেশ্যাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন অক্ষয় (Akshay Kumar)। সঙ্গে ছিলেন আর মাধবন। ছবির শেষে দর্শকদের উদ্দেশে কিছু বক্তব্য রাখেন অক্ষয়। তাঁর কথায় উঠে আসে কাশ্মীরের পহেলগাঁওতে হামলার প্রসঙ্গ।
কী বললেন অভিনেতা: ছবির প্রসঙ্গ টেনে অক্ষয়কে (Akshay Kumar) বলতে শোনা যায়, কেশরি ২ ছবিটি যখন তাঁরা বানাচ্ছিলেন, তখন অনুভব করতে পেরেছিলেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর সবার মনে কী পরিমাণ ক্ষোভ জন্ম নিয়েছিল। সেই একই রকম রাগ এখন আবার সবার মনে জেগে উঠেছে। সকলেই বুঝতে পারছেন কোন ঘটনার কথা বলা হচ্ছে।
আরো পড়ুন : কেন্দ্রের রোজগার মেলায় নিয়োগপত্র পেলেন ৪৪৩ জন! রাজ্যে চাকরির দুর্নীতির বিরুদ্ধে সরব সুকান্ত
অভিনব প্রতিবাদ অক্ষয়ের: এরপরেই অক্ষয় (Akshay Kumar) বলে ওঠেন, “আজ আমি সেই সন্ত্রাসবাদীদের উদ্দেশে বলতে চাই…”, এতটা বলেই হাতের মাইক জনতার উদ্দেশে ঘুরিয়ে দেন অক্ষয়। সমবেত দর্শকরা একত্রে বলে ওঠেন কেশরি ২ এর চর্চিত সংলাপ ‘F*** You’!
আরো পড়ুন : ‘ভারতের কোনো প্রয়োজন নেই পাকিস্তানকে…’, কাশ্মীর হামলার আবহে ভিন্ন সুর বিজয়ের
বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়েই মন্তব্য করতে শোনা গিয়েছে অক্ষয়কে। অনেক সময় বিতর্কেও জড়িয়েছেন তিনি। এদিনের ঘটনা নিয়েও একাংশের সমালোচনার মুখে পড়েছেন অক্ষয়। তাঁর শব্দ চয়ন নিয়ে প্রশ্ন উঠেছে। তবে অধিকাংশই বাহবা দিয়েছেন অভিনেতাকে। তাঁদের মতে, যেমন ভাবে উচিত ভাবেই প্রতিবাদ করেছেন তিনি।