এক দশক পর পালাবদল! বামেদের জোর টক্কর দিয়ে জেএনইউতে বিরাট জয় এবিভিপির

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সমগ্র দেশের ছাত্র রাজনীতিতে বড়সড় ধাক্কা দিল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) ছাত্র সংসদ নির্বাচন। বরাবর বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জেএনইউতে (JNU) এবার বড় প্রভাব দেখা গেল গেরুয়ার। আরএসএস অনুমোদিত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বড় টক্কর দিল লাল শিবিরকে। এমনকি একটা লম্বা সময় পর্যন্ত চারটি পদেই এগিয়ে ছিল এবিভিপি।

জেএনইউ (JNU) নির্বাচনে চমকপ্রদ ফল এবিভিপির

গত শুক্রবার হয়েছে জেএনইউ এর ছাত্র সংসদ নির্বাচন। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক এই চারটি পদে ছিল নির্বাচন। বহু বছর পর জেএনইউতে (JNU) দুর্ধর্ষ কামব্যাক করল এবিভিপি। রবিবার দুপুর একটা পর্যন্তও চারটি পদেই এগিয়ে থেকেছে এবিভিপির প্রার্থী। প্রেসিডেন্ট পদের দৌড়ে এগিয়ে ছিলেন এবিভিপির শিখা স্বরাজ। তারপরেই ছিলেন অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নীতিশ কুমার।

ABVP won big in JNU election

কোন পদে কে জিতেছেন: গণনা এগোতে ব্যবধান বাড়িয়ে এগিয়ে আসেন নীতিশ। অন্য তিনটি পদেও প্রথমে এবিভিপি এগিয়ে থাকলেও দুটি পদে পিছিয়ে পড়ে। তবে জয়েন্ট সেক্রেটারি পদে টানটান লড়াই চালিয়ে যান বৈভব মীনা। শেষমেষ প্রায় এক দশক পরে যুগ্ম সম্পাদক পদে জয়ী হয় এবিভিপি। অন্যদিকে সেক্রেটারি পদে জয়ী হয়েছেন নীতিশ কুমার, ভাইস প্রেসিডেন্ট পদে জিতেছেন ডেমোক্র্যাটিক স্টুডেন্টস ফেডারেশন প্রার্থী মনীষা এবং সাধারণ সম্পাদক পদে জিতেছেন মুনতেহা ফাতিমা। ৪২ টির মধ্যে ২৩ টি কাউন্সিলর পদে জিতেছে এবিভিপি।

আরো পড়ুন : ‘সন্ত্রাসবাদীদের উদ্দেশে বলতে চাই…’, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বিষ্ফোরক অক্ষয়

বামেদের বড় টক্কর এবিভিপির: বামপন্থী প্রার্থীরা জেএনইউতে (JNU) ক্ষমতা ধরে রাখলেও দীর্ঘ প্রায় দশক পার করে কড়া টক্কর দিয়ে জিতল এবিভিপি। রাজনৈতিক আঙিনায় এই জয় যে বড়সড় ইঙ্গিতবাহী তা বলার অপেক্ষা রাখে না। বাম দুর্গের পতন না ঘটাতে পারলেও ভিত নড়াতে সক্ষম হয়েছে বলেই মনে করছে এবিভিপি। আগামী দিনে চারটি পদই এবিভিপির দখলে থাকবে বলে দাবি বৈভবের।

আরো পড়ুন : আলুথালুু বেশে বেরোতেই সামনে পাপারাৎজি! দেওয়ালের পেছনে লোকালেন অনন্যা, সুহানার কাণ্ডে হেসেই খুন নেটিজেনরা

প্রসঙ্গত, জেএনইউ (JNU) নির্বাচন কমিটি সূত্রে খবর, প্রায় ৫০০০ এর বেশি শিক্ষার্থীরা ভোট দিয়েছেন নির্বাচনে। প্রতিটি পদেই এবিভিপির জনপ্রিয়তা ছিল দেখার মতো। বামেদের থেকে বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা ছিনিয়ে নিতে না পারলেও এই জয়কে ইতিবাচক হিসেবেই দেখছে এবিভিপি। আগামী দিনে এই টক্কর কোন দিকে মোড় নেয় সেটাই দেখার অপেক্ষা।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X