বাংলাহান্ট ডেস্ক : পহেলগাঁওতে জঙ্গি হামলা গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছে। নাম, ধর্ম পরিচয় জেনে তারপর গুলি করে জঙ্গিরা, যারা বেঁচে ফিরেছেন তারা জানিয়েছেন এমনটাই। পাকিস্তানকে পালটা প্রত্যাঘাত দিয়েছে ভারত, কাশ্মীর তন্নতন্ন করে তল্লাশি চলছে জঙ্গিদের। কাশ্মীরিদের অনেককেও প্রতিবাদে সরব হতে দেখা গিয়েছে। এমতাবস্থায় বোরখা পরে সংখ্যালঘুদের পাশে দাঁড়ালেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)।
ভিডিও বার্তায় সংখ্যালঘুদের পাশে দাঁড়ালেন রাখি (Rakhi Sawant)
একটি ভিডিও বার্তায় বোরখা পরে দেখা গিয়েছে রাখিকে (Rakhi Sawant)। হিন্দু মুসলিম ঐক্যের ডাক দিয়ে তিনি বলেন, ‘আমরা সবাই এক। আমাদের হিন্দুস্তান থেকে মুসলমানদের কেউ বের করতে পারবে না। ভারত যতটা হিন্দুদের, ততটাই মুসলমানদের। হিন্দু মুসলিম করবেন না। বাচ্চাদের মতো নয়, বড়দের মতো কথা বলুন। খোদার উপরে দয়া করুন’।
একতা নিয়ে বার্তা অভিনেত্রীর: তাঁকে আরো বলতে শোনা যায়, ‘খোদা কতটাই না কষ্ট পাচ্ছেন যে আমি এদের তৈরি করেছি, এরা আমার সন্তান। কেন লড়াই করে মরছে? কী চাই এদের?’ পাশাপাশি কাশ্মীরের পর্যটন প্রচার করতেও দেখা গিয়েছে রাখি (Rakhi Sawant)। তিনি জানান, তাঁর আগামী ছুটিটা তিনি কাশ্মীরে কাটাবেন। সবার উচিত কাশ্মীর যাওয়া। কাশ্মীরিদের ভাইবোন বলে সম্বোধন করে রাখির দাবি, ভারতের বাইরে না গিয়ে বরং সবার কাশ্মীরে ঘুরতে যাওয়া উচিত।
আরো পড়ুন : আলুথালুু বেশে বেরোতেই সামনে পাপারাৎজি! দেওয়ালের পেছনে লোকালেন অনন্যা, সুহানার কাণ্ডে হেসেই খুন নেটিজেনরা
কাশ্মীর নিয়ে প্রচার: সেনা জওয়ানরা যেভাবে প্রাণ দিয়ে হলেও দেশবাসীকে রক্ষা করে, কাশ্মীরিরাও তাই করেছে। এমনটাই মন্তব্য করে রাখি (Rakhi Sawant) বলেন, তিনি যাবেন সকলের সঙ্গে কাশ্মীরে। গোটা বলিউড যাবে কাশ্মীর। এর আগেও বিভিন্ন ইস্যুতে মুখ খুলতে দেখা গিয়েছে রাখিকে। এর জন্য প্রায়ই ট্রোলের মুখে পড়তে হয় তাঁকে। তাঁর এই ভিডিওর জেরেও অনেকে কটাক্ষ করেছেন রাখিকে (Rakhi Sawant)। আবার অনেকে তাঁর প্রশংসাও করেছেন স্পষ্ট কথা বলার জন্য।
আরো পড়ুন : এক দশক পর পালাবদল! বামেদের জোর টক্কর দিয়ে জেএনইউতে বিরাট জয় এবিভিপির
প্রসঙ্গত, কাশ্মীরে ঘুরতে যাওয়ার সপক্ষে মন্তব্য করতে দেখা গিয়েছে সুনীল শেট্টি, বিজয় দেবেরাকোন্ডাকেও। সুনীল বলেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। তাই সামরিক বাহিনী, রাজনৈতিক নেতা থেকে বেসামরিক নাগরিকরাও এখানে শান্তি স্থাপন করতে সক্রিয় ভাবে অংশগ্রহণ করছে। সেই সঙ্গে তিনি মন্তব্য করেছেন, আগামী ছুটিতে তিনিও যাবেন কাশ্মীর।
View this post on Instagram