বাংলা হান্ট ডেস্ক: আর নয় অপেক্ষা! এবার শীঘ্রই এসপ্ল্যানেড-শিয়ালদহ রুটে চালু হতে চলেছে মেট্রো (Kolkata Metro)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত রবিবার রেলওয়ে সুরক্ষা কমিশন এই সংক্রান্ত ছাড়পত্র প্রদান করেছে। ইতিমধ্যেই মেট্রো কর্তৃপক্ষ একটি বিবৃতির মাধ্যমে এই তথ্য সামনে এনেছে। মূলত, গত রবিবার কমিশনার অফ রেলওয়ে সেফটি সুমিত সিঙ্ঘল গ্রিন লাইনের ওই নির্দিষ্ট অংশে মেট্রোর কাজ সম্পূর্ণ হয়েছে কিনা তা পরিদর্শনে গিয়েছিলেন।
এসপ্ল্যানেড-শিয়ালদহ রুটে শীঘ্রই চালু হচ্ছে মেট্রো (Kolkata Metro):
এমতাবস্থায়, মেট্রো লাইন থেকে শুরু করে আপৎকালীন ব্যবস্থা, সুড়ঙ্গ এবং ওই সুড়ঙ্গে হাওয়া-বাতাস চলাচলের ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে খুঁটিয়ে দেখে তিনি অন্তিম ছাড়পত্র প্রদান করেন। এদিকে, ওই পরিদর্শনে কলকাতা মেট্রো (Kolkata Metro) রেল কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর অনুজ মিত্তল সহ মেট্রোর চিফ ইঞ্জিনিয়ার এবং আধিকারিকরাও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
সামগ্রিকভাবে সমস্ত কাজ পরিদর্শন করেই ছাড়পত্র প্রদান করা হয়। তাই, এবার খুব শীঘ্রই গ্রিন লাইনের ওই অংশে মেট্রো পরিষেবা চালু হতে পারে। আর এই পরিষেবা শুরু হওয়ার পরেই সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মোট ১৬.৫৫ কিলোমিটার দীর্ঘ পথে মেট্রো (Kolkata Metro) চালানোর কথা ভাবা হবে বলে খবর মিলেছে।
আরও পড়ুন: অস্ত্র হাতে দাঁড়িয়ে “বন্ধু”, “পাকিস্তান ভাইয়া”-র সাথে ফেসবুকে ছবি পোস্ট করতেই আটক কৃষ্ণনগরের যুবক
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বর্তমানে গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো (Kolkata Metro) পরিষেবা শুরু হয়েছে। এর মধ্যবর্তী অংশের এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ সুড়ঙ্গপথে যুক্ত হলেই সেক্ষেত্রে হাওড়া ময়দান থেকে সোজা সেক্টর ফাইভ পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে। তবে, দীর্ঘদিন ধরে এই অংশের কাজ আটকে ছিল। এমনকি, এই অংশের পশ্চিমমুখী সুড়ঙ্গ খোঁড়ার সময়ে ২০১৯ সালের অগাস্ট মাসে বউবাজার এলাকায় ধস পর্যন্ত নামে।
আরও পড়ুন: “বৃহৎ বাংলা” গঠনে বঙ্গের ১০ টি জেলাকে দখল করবে বাংলাদেশ? বাদ যাবেনা কলকাতাও? “ফাঁস” পরিকল্পনা
সেই সময়ে কাজ বন্ধ হয়ে যাওয়ার পর ২০২২ সালের মে এবং অক্টোবরেও ওই অংশে খননের সময়ে জল ঢুকে পড়ে। যার ফলে দফায় বন্ধ রাখতে হয় কাজ। তবে, সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে এবং দীর্ঘদিনের অপেক্ষা শেষে চলতি বছরের জানুয়ারি মাসে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটে প্রথম ট্রায়াল রান সম্পন্ন হয়। এমতাবস্থায়, গত রবিবার ওই রুটেই মেট্রো (Kolkata Metro) পরিষেবা শুরু করার ছাড়পত্র প্রদান করা হল।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: