ঝোড়ো সওয়াল বিকাশের, পাল্টা দিল SSC! অযোগ্যদের বেতন ফেরত মামলায় বিরাট মোড় হাইকোর্টে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC Recruitment Scam) কাণ্ডে সাময়িক স্বস্তি ফিরেছে শিক্ষকদের। আপাতত ‘দাগি’ নন এমন শিক্ষক-শিক্ষিকারা স্কুলে যাওয়ার অনুমতি পেয়েছেন সুপ্রিম কোর্ট তরফে। তবে চিহ্নিত হওয়া অযোগ্যদের বেতন ফেরাতে কি পদক্ষেপ করেছে রাজ্য? সম্প্রতি এই নিয়ে হাইকোর্টে (Calcutta High Court) রাজ্যের বিরুদ্ধে দায়ের হয় আদালত অবমাননার মামলা।

পাশাপাশি সুপ্রিম নির্দেশ মতো চাকরিহারাদের ২২ লাখ OMR বা উত্তরপত্র এখনও প্রকাশ করা হয়নি। এই অভিযোগেই আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল হাই কোর্টে। পাল্টা হাইকোর্টের মামলা শোনার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলে রাজ্যের। রাজ্য নতুন যুক্তি রাখতে চায় আদালতে। এস এস সি নিয়ে আদালত অবমাননার মামলা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ শুনবে কিনা তাই নিয়ে পরবর্তী শুনানি হবে ১মে।

শুনানিতে কী হল? Calcutta High Court

শিক্ষা দপ্তরের আইনজীবী পার্থ সারথি সেনগুপ্ত: বোম্বে হাইকোর্টের একটি রায় অনুযায়ী। এই মামলা শোনার এক্তিয়ার এই আদালতের নেই।

বিচারপতি দেবাংশু বসাক: এখানে দুটো মামলা মার্জ করার প্রশ্ন আসছে কিভাবে?

রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়: স্পেশাল লিভ গ্রান্ট করা হয়েছিল। ১৩৬ হল কনস্টিটিউশনাল প্রভিশন। তিন বিচারপতির বেঞ্চের নির্দেশ নিয়ে আদালত অবমাননার মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুনতে পারে না।

স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী সপ্তাংশু বসু: আপনি দেখুন কনটেম্পট অফ কোর্ট কি?

বিকাশরঞ্জন ভট্টাচার্য: কন্টেম্পট অফ কোর্ট মার্জার নিয়ে কথা বলেনা। আদালত অবমাননা নিয়ে কথা বলে। আদালত নির্দেশ অমান্য হওয়ার কথা বলে কোর্টে?

বিচারপতি: কোন কোর্টে?

বিকাশরঞ্জন: সেটা নির্দিষ্ট করে বলা নেই। (দিল্লী হাইকোর্টের একটি রায় দেখান বিকাশ রঞ্জন ভট্টাচার্য)

বিচারপতি: একক বেঞ্চের অর্ডার, ডিভিশন বেঞ্চ পুনর্বিবেচনা করছে কিন্তু এখানে তো সেই বিষয়টাই নেই। এখানে সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চ নিয়ে কথা হচ্ছে।

বিকাশরঞ্জন: হ্যাঁ এখানে আরো বড় বিষয়। কিন্তু কেরালা হাইকোর্টের রায় এবং দিল্লি হাইকোর্টের একটি মামলার ক্ষেত্রে আদালত, আদালত অবমাননার মামলা শুনেছিল যেখানে উচ্চ আদালতের নির্দেশের অবমাননা হয়েছে।

বিচারপতি: আপনি একবার আর্টিকেল ২৫০ দেখুন।

বিকাশরঞ্জন: হাইকোর্টের ক্ষমতা আছে আদালত অবমাননার মামলা শোনার তার নির্দেশের অবমাননা হলে।

বিচারপতি: জুডিশিয়াল অর্ডারের ক্ষেত্রে হাইকোর্টের উচ্চতর কোর্টের নির্দেশের অমান্য হলে রিভিউ এর আকারে আদালত অবমাননার মামলা শুনতে পারে।

বিকাশরঞ্জন: সুপ্রিম কোর্টে দু তিনটে পয়েন্ট খারিজ করেছে। বাকি নির্দেশ গুলো কার্যকর কে করাবে? ডক্টরিন অফ মার্জার বলে সুপ্রিম কোর্টের কোন নির্দেশ মানা হয়নি সেই বিষয়ে।

বিচারপতি: ডিক্রি মানেই সেটা এক্সিকিউট হতে হবে। ইনিশিয়াল অ্যাপ্রোচ সুপ্রিম কোর্টে হয়েছে।

ভিডিও দেখুন: https://youtu.be/N5XyZeSTTHs?si=TmXeMWOZDxtx-HN1

বিকাশরঞ্জন: না। প্রথমে হাইকোর্টে আবেদন করা হয়েছিল। তারপর সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হয়েছিল। এখন সুপ্রিম কোর্ট বলতে পারে না যে তার নির্দেশ মানা হয়নি কেন সেই উচ্চ আদালত মামলা শুনতে পারবে না।

বিচারপতি: সুপ্রিম কোর্ট সময়সীমা বৃদ্ধি করেছেন যোগ্য চাকরিপ্রার্থীদের। শুধু তাই নয় বলেছে যে তাদের আদেশ না মানা হলে তারা অন্য পদক্ষেপ নেবেন। তাহলে এই আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য নিয়ে কেন বিবেচনা করবে?

বিকাশরঞ্জন: সময় বাড়ানো হয়েছে রাজ্যের আবেদনের ভিত্তিতে। তার মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে।

বিচারপতি: আমরা এই বিষয়টি তাহলে শুনতে পারি না। নিয়োগের পরীক্ষা নিতে সময় লাগবে বলে হয়েছে রাজ্যের তরফে সেই আবেদন শুনে সুপ্রিম কোর্ট গ্রাহ্য করেছে আবেদন।

SSC Contempt of Court case hearing in Calcutta High Court big order

আরও পড়ুন: পহেলগাঁও হামলার প্রতিবাদ করায় গম্ভীরকে খুনের হুমকি! গ্রেফতার ইঞ্জিনিয়ারিং পড়ুয়া, রয়েছে জঙ্গি-যোগ?

বিকাশ: সংবিধানে কোন কোর্ট তার উল্লেখ করা হয়নি এক্ষেত্রে। ইচ্ছাকৃত ভাবে আদালতের জারি করা কোনও ডিক্রি বা নির্দেশ অমান্য করা হলে সেটা আদালতের অবমাননা হিসেবে ধরা হবে এবং আদালতে শুনানি করা যাবে।

আগামী ১মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X