বাংলা হান্ট ডেস্ক: টানা বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে। সকাল থেকে মেঘলা আকাশ। গত দু’দিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি চলছে। আজ মঙ্গলেও ভিজতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) অধিকাংশ জেলা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ৩-৪ দিন দফায়-দফায় চলবে ঝড়-জল। যার জেরে আমজনতার দুর্ভোগ বাড়বে।
দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস | South Bengal Weather
শনিবার থেকে কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। আজ বৃষ্টির অধিক সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায়। ঝড়েরও সম্ভাবনা প্রবল।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং মধ্য অসমে। আগামী ২ মে উত্তর-পশ্চিম ভারতের নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। সবমিলিয়ে বৃষ্টি বাড়বে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও কালবৈশাখীর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা। অর্থাৎ আপাতত কয়েকদিন দুর্যোগপূর্ন আবহাওয়া বজায় থাকবে।
এদিকে বৃষ্টির জেরে নেমেছে তাপমাত্রা। আগামী তিন-চারদিনে আরও ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমবে বলে পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহে মনোরম আবহাওয়া বিরাজ করবে। তবে বৃষ্টির প্রকোপ শেষ হলে ফের বাড়বে তাপমাত্রা। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা।
আরও পড়ুন: “আমি কোনও আর্মি জেনারেল নই….”, ভারতের বিরুদ্ধে বিবৃতি দিয়ে সাফাই ইউনূসের
উত্তরবঙ্গে (North Bengal Weather) বৃষ্টি চলছেই। আপাতত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশকিছুদিন। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কোচবিহার সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টির সাথে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমবে।