বিপদে কুণাল ঘোষ! বিস্ফোরক অভিযোগে তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা হাইকোর্টে, আজই শুনানি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ফের হাইকোর্টের বিচারপতিকে (Chief Justice Of Calcutta High Court) বিঁধলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুকে নিয়ে মন্তব্যের জেরে তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হল হাইকোর্টে।

অস্বস্তিতে কুণাল | Kunal Ghosh

জানা গিয়েছে, আবেদনের ভিত্তিতে প্রধান বিচারপতির এজলাসে স্বতঃপ্রনোদিতভভাবে অবমাননার মামলা গ্রহণ হয়েছে ইতিমধ্যেই। আজ (মঙ্গলবার) এই মামলা শুনানির জন্য উঠবে চিফ জাস্টিসের বেঞ্চে। প্রসঙ্গত, গত শুক্রবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) চেম্বারের বাইরে তুমুল বিক্ষোভ দেখান উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশ।

আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও আইনজীবী ফিরদৌস শামিমকে তুমুল হেনস্থার অভিযোগ ওঠে চাকরিপ্রার্থীদের একাংশের বিরুদ্ধে। কেবল আইনজীবীই নন, বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। হাইকোর্ট চত্বরেই বিচারপতির বিরুদ্ধে মন্তব্য করেন চাকরিপ্রার্থীরা। এমনটাই অভিযোগ।

বিক্ষোভ দেখানো চাকরিপ্রার্থীদের অভিযোগ ছিল, সুপ্রিম কোর্টের সুপারনিউমেরারি পদ নিয়ে নির্দেশের পরেও উচ্চ প্রাথমিক নিয়োগ মামলার অগ্রগতি হয়নি উচ্চ আদালতে। এর নেপথ্যে রয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু এবং আইনজীবী বিকাশরঞ্জন। তাঁদের ‘আঁতাঁত’এর কারণেই মামলার অগ্রগতি হচ্ছে না বলে অভিযোগ তুলেছিলেন বিক্ষোভকারীরা।

বিচারপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং স্লোগান দেওয়ায় ঘটনায় আদালত অবমাননার মামলার জন্য কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেন বার অ্যাসোসিয়েশনের কিছু আইনজীবী। প্রধান বিচারপতি এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ তরফে আদালত অবমাননার মামলা দায়ের করার অনুমতি মিলেছে।

আরও পড়ুন: তিনবার ‘আল্লাহু আকবর’ ধ্বনি, নীচে পরপর গুলি! পহেলগাঁও হত্যার সবথেকে ভয়ঙ্কর ভিডিও সামনে, ‘ফাঁস’ ছক?

একইসাথে কুণাল ঘোষ, রাজু দাস সহ যেসকল ব্যক্তিরা সেদিন বিচারপতির বিরুদ্ধে মন্তব্য করেছিলেন, তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছে হাইকোর্টে। উল্লেখ্য, শুক্রবার বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখানো পর তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন। সেখান থেকে সাংবাদিক বৈঠক করেন কুণাল।

ভিডিও দেখুন: https://youtu.be/QA41d5zd8SQ?si=FDPLg6XupxtOu-Vx

সাংবাদিক বৈঠক করে সিপিএম-এর সব নেতাদের ছবি দেখান। কুণালের প্রশ্ন ছিল, এক সময় যে বিকাশ ভট্টাচার্যরা মোটা অঙ্কের টাকা নিয়েছেন মামলা লড়ার জন্য, এখন কেন তাঁরাই চাকরি কাড়তে মরিয়া হয়ে পড়েছে? এই সময়ই কুণাল বলেন, “আর বিচারপতির কিছু কিছু সিপিএমের আইনজীবীকে দেখলে কী হয় জানি না। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখেছি। ভগবান-ভগবান-তারপর হল সাংসদ।” এই ঘটনার প্রেক্ষিতেই এবার মামলা।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X