বাংলাহান্ট ডেস্ক : গত বছর থেকেই পালাবদল শুরু হয়েছে বাংলাদেশে (Bangladesh)। ছাত্র-গণ অভ্যুত্থানে সরকার উলটেছে। শেখ হাসিনা দেশ ছাড়তেই গঠন হয়েছে মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের সার্বিক উন্নয়ন এবং আর্থসামাজিক পরিবর্তনে বড় ভূমিকা থাকার কথা ছিল এই সরকারের। কার্যক্ষেত্রে যদিও তেমনটা হয়নি। তবে এবার একটা বড় বদল আসতে চলেছে বাংলাদেশে (Bangladesh)। পড়শি দেশের অতি পরিচিত চিত্রটাই বদলে যেতে পারে এই পরিবর্তনে।
বাংলাদেশের (Bangladesh) রিকশায় আসছে বড় বদল
বাংলাদেশ (Bangladesh) বলতেই যে ছবিগুলি সবার আগে ভেসে ওঠে তার মধ্যে অন্যতম ঢাকার রিকশা। এই রিকশার জন্যই বিশেষ পরিচয় রয়েছে বাংলাদেশের। আর এবার এক্ষেত্রেই একটা বড় পরিবর্তন আসতে চলেছে বলে খবর। আমূল বদলে যেতে চলেছে বাংলাদেশের (Bangladesh) রাজপথের ছবিটা। রিকশার নতুন ডিজাইন করেছে বুয়েট। আর তার জেরেই এবার পুরনো মডেলকে বাদ দিয়ে ঢাকার রাস্তা দখল করতে পারে নতুন ডিজাইনের রিকশা।
নতুন রিকশার ডিজাইন বুয়েটের: ঢাকার রিকশাকে নতুন রূপ দিতে নয়া ডিজাইন এনেছে বাংলাদেশের কারিগরি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের (Bangladesh) সংবাদ মাধ্যম সূত্রে খবর, বর্তমানে সে দেশে ব্যাটারিচালিত রিকশা রয়েছে। তবে এই রিকশাগুলি অনেক সময়ই নিয়ম কানুন মানতে চায় না। নতুন রিকশা ঘিরে তাই উচ্ছ্বাস, আগ্রহ বাড়তে শুরু করেছে বাংলাদেশে। উপরন্তু জানা গিয়েছে, নতুন ডিজাইনে বেশ কিছু আধুনিক ‘ফিচার্স’ যোগ করা হচ্ছে রিকশাতে।
আরো পড়ুন : কাশ্মীরের হামলায় শোকস্তব্ধ, বড় ক্ষতি করেও কঠিন সিদ্ধান্ত নিলেন সলমন
কী কী বিশেষত্ব থাকছে নতুন রিকশায়: সংবাদ মাধ্যম সূত্রে খবর, নতুন রিকশায় তিনটি চাকাতেই হাইড্রলিক ডিস্ক ব্রেক এবং পার্কিং ব্রেক থাকবে। ব্রেক সিস্টেম উন্নত হওয়ায় রিকশা নিয়ন্ত্রণ করা অনেক সহজ হবে। থাকছে লুকিং গ্লাস, ইন্ডিকেটর থেকে আধুনিক হেডলাইটও! আবার ছাউনির সঙ্গে সঙ্গে কাঁচের উইন্ডশিল্ডও থাকার কথা জানা যাচ্ছে রিকশায়।
আরো পড়ুন : তিনবার ‘আল্লাহু আকবর’ ধ্বনি, নীচে পরপর গুলি! পহেলগাঁও হত্যার সবথেকে ভয়ঙ্কর ভিডিও সামনে, ‘ফাঁস’ ছক?
একবার ব্যাটারি চার্জ দিলে ১২০ কিমি মাইলেজ দিতে পারবে এই নতুন রিকশা। জানা যাচ্ছে, প্রায় দেড় লক্ষ টাকা খরচ হতে পারে এই ধরনের ডিজাইনের রিকশার জন্য। ব্যাটারি কেনার জন্য আবার আলাদা ৫০-৬০ হাজার টাকা দাম পড়ার সম্ভাবনা রয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, পুরনো মডেলের রিকশাগুলি ধাপে ধাপে তুলে নেওয়া হতে পারে। তারপর নতুন মডেলের রিকশা রাস্তায় নামানোর অনুমতি দেওয়া হবে। সেক্ষেত্রে বড়সড় বদল আসতে চলেছে বাংলাদেশে।