বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় বিনোদন জগতে আবারও একটা বড় ধাক্কা। অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেল ‘দ্য ফ্যামিলি ম্যান’ (The Family Man) ওয়েব সিরিজ খ্যাত অভিনেতা রোহিত বাসফোরের। রবিবার অসমের গুয়াহাটিতে গড়ভাঙা অভয়ারণ্যের কাছে জালুকপাহাম ঝরনার জলে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে। বন্ধুদের সঙ্গে ওই জঙ্গলে তিনি পিকনিক করতে গিয়েছিলেন বলে খবর। অসম পুলিশের প্রাথমিক ধারণা, জলে ডুবে মৃত্যু হয়েছে অভিনেতার। কিন্তু রোহিতের পরিবারের দাবি, খুন করা হয়েছে তাঁকে।
রহস্যজনক মৃত্যু দ্য ফ্যামিলি ম্যান (The Family Man) অভিনেতার
রবিবার রাত সাড়ে আটটা নাগাদ উদ্ধার হয় রোহিতের দেহ। কামরূপ পুলিশ সুপার মঙ্গলবার জানান, রবিবার বিকেল চারটে নাগাদ একটি ফোন পান তাঁরা। তার ভিত্তিতেই দ্রুত ঘটনাস্থলে পৌছে যান তাঁরা। ডুবুরি লাগিয়ে শেষমেষ উদ্ধার করা হয় রোহিতের দেহ। তিনি বলেন, প্রাথমিক ভাবে জলে ডুবে মৃত্যুর ঘটনা বলেই মনে হচ্ছে। ময়না তদন্তের রিপোর্টেই স্পষ্ট হবে সবটা।
পরিবারের দাবি খুন হয়েছেন: এদিকে অভিনেতার (The Family Man) পরিবারের দাবি, খুন হয়েছেন রোহিত। মাত্র মাস কয়েক আগেই নাকি মুম্বই থেকে বাড়ি ফিরেছিলেন তিনি। ঘটনার দিন দুপুরে বন্ধুদের সঙ্গে বেরিয়ে যান রোহিত। সন্ধ্যা পর্যন্ত তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি পরিবারের সদস্যরা। তারপরেই পুলিশের দ্বারস্থ হন তাঁরা।
আরো পড়ুন : অভিষেকদের ফোনে আড়ি পাতার অভিযোগ, সেই ‘পেগাসাস’ কাণ্ডে কেন্দ্রকে ‘ক্লিনচিট’ সুপ্রিম কোর্টের?
কী অভিযোগ পরিবারের: খোঁজাখুঁজি শুরু হতে ঘন্টাখানেকের মধ্যেই জানা যায় যে দুর্ঘটনা ঘটেছে। রোহিতের দেহ উদ্ধার হতেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয়, তিনি মৃত। তারপরেই পুলিশের কাছে অভিযোগ জানানো হয় কয়েকজনের বিরুদ্ধে। তাঁরা হলেন রঞ্জিত, অশোক এবং ধরম বাসফোরে। তাঁদের সঙ্গে নাকি কিছুদিন আগে পার্কিং নিয়ে বচসায় জড়িয়েছিলেন রোহিত (The Family Man)। তখন খুনের হুমকি দেওয়া হয়েছিল তাঁকে।
আরো পড়ুন : হাড়ে হাড়ে টের পাবে পাকিস্তান, সিন্ধু চুক্তি বাতিলের পর এবার জল আর আকাশপথেও নিষেধাজ্ঞা জারির পথে ভারত?
এছাড়াও আমনদীপ নামে এক জিম ট্রেনারকেও সন্দেহের তালিকায় রেখেছে রোহিতের পরিবার। তিনিই নাকি অভিনেতাকে ঘুরতে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, রোহিতের মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। গুয়াহাটি মেডিকেল কলেজে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই জানা যাবে রহস্যমৃত্যুর আসল কারণ।