প্রথম সিরিয়ালেই বাঁধভাঙা সাফল্য, ৩ মাসের বিরতি শেষে নতুন মেগায় ফিরছেন শুভস্মিতা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়। স্টার জলসায় ‘হরগৌরী পাইস হোটেল’ সিরিয়ালে (Serial) তাঁর অভিনীত চরিত্র আজো দর্শকদের মনে গেঁথে রয়েছে। প্রথম ধারাবাহিকেই তাঁর অভিনয় দক্ষতা মন জিতে নিয়েছে দর্শকদের। সিরিয়াল শেষ হয়েছে কয়েক মাস আগে। তারপর আর কোনো প্রোজেক্টের ঘোষণা না করলেও এবার শোনা যাচ্ছে, আবারও নতুন চরিত্র নিয়ে নতুন সিরিয়ালে (Serial) ফিরছেন শুভস্মিতা।

নতুন সিরিয়াল (Serial) ফিরছেন শুভস্মিতা

বেশ কিছু নতুন সিরিয়াল (Serial) শুরু হতে চলেছে বিভিন্ন চ্যানেলে। শোনা যাচ্ছে, তেমনি একটি ধারাবাহিকের হাত ধরেই আবারো ক্যামেরার সামনে ফিরতে চলেছেন শুভস্মিতা। নতুন সিরিয়ালটি (Serial) শুরু হতে চলেছে স্টার জলসাতেই। সূত্রের খবর বলছে, ‘বাংলা টকিজ’ এর ব্যানারে নতুন সিরিয়ালের নায়িকা হয়ে কামব্যাক করছেন শুভস্মিতা।

কে হচ্ছেন নায়ক: টেলিপাড়ার অন্দরে গুঞ্জন, শুধু শুভস্মিতাই নয়, এই সিরিয়ালের (Serial) হাত ধরে কামব্যাক হতে পারে জলসার আরো এক জনপ্রিয় অভিনেতার। তিনি রিজওয়ান রব্বানি শেখ। শেষবার এই চ্যানেলেই ‘বধূয়া’ সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে। গুঞ্জন বলছে, নতুন সিরিয়ালে (Serial) নাকি আবারও নায়ক হিসেবে দেখা যেতে পারে রিজওয়ানকে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি এ বিষয়ে।

আরো পড়ুন : ভারত ‘ধর্ষকদের আখড়া’! পাক নেটনাগরিকের মন্তব্যে সায় দিয়ে ভর্ৎসনার মুখে ভারতীয় কমেডিয়ান

টিআরপি কমেছিল সিরিয়ালের: প্রসঙ্গত, রাহুল শুভস্মিতাকে নিয়ে হরগৌরী পাইস হোটেল সিরিয়াল (Serial) শুরু হলেও মাঝে গল্প বেশ কয়েক বছর এগিয়ে যাওয়ার পর বদলে যায় নায়ক। সিরিয়াল (Serial) ছাড়েন রাহুল। শঙ্কর ঐশানীর মৃত্যুর পর তাঁদের মেয়ে ধৃতিকে নিয়ে এগোয় গল্প। মেয়ের চরিত্রে শুভস্মিতা নিজেই অভিনয় করলেও নায়ক রুদ্র রায় চৌধুরীর ভূমিকায় প্রথমে কিছুদিন দেখা গিয়েছিল ইন্দ্রাশিস রায়কে। পরে তিনিও সরে গেলে তাঁর জায়গায় আসেন অর্ণব বন্দ্যোপাধ্যায়।

আরো পড়ুন : এবার জমবে খেলা! পহেলগাঁওয়ের বদলায় যেমন খুশি ‘অ্যাকশন’এ ৩ বাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ মোদীর

প্রথম দিকে ভালোই টিআরপি দিয়েছে হরগৌরী পাইস হোটেল। কিন্তু শেষের দিকে বড়সড় পতন ঘটেছিল নম্বরে। শেষমেষ ৭৬৭ পর্বে এসে গত জানুয়ারিতে শেষ হয় সিরিয়ালটি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X