বাংলা হান্ট ডেস্কঃ পর্যটকদের রক্তে ভিজেছে কাশ্মীরের মাটি। গত মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলা (Pahalgam Terror Attack) হয়েছিল। মৃত্যু হয়েছে ২৬ জনের। এরপর থেকেই একের পর এক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। উপত্যকা জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছেন জওয়ানরা। এই আবহে জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) পোস্টিং এক বাঙালি জওয়ানের (Indian Army) বাড়ির বাইরে পড়ল হুমকি পোস্টার। ‘হিন্দু বাঁচাতে গেলে তোর পরিবারকে শেষ করে দেব’, লেখা রয়েছে সেখানে।
হুমকি পোস্টারে আর কী কী লেখা আছে?- (Indian Army)
হুগলি জেলার ধনেখালি নিবাসী গৌরব মুখোপাধ্যায় সেনাবাহিনীতে কর্মরত। তিনি একজন প্যারা কম্যান্ডো বলে খবর। গত শনিবার রাতে তাঁর বাড়ির বাইরেই হুমকি পোস্টার দেখা যায়। ‘পাকিস্তান জিন্দাবাদ’ শীর্ষক সেই পোস্টারে লেখা, ‘গৌরব মুখার্জির মুণ্ডু চাই। হিন্দু বাঁচাতে গেলে তোর পরিবারকে শেষ করে দেব। আমরা বাংলাকে পাকিস্তান করব’।
ইতিমধ্যেই সামনে এসেছে ওই হুমকি পোস্টারের (Threat Poster) ছবি। সেখানে দেখা যাচ্ছে, অজস্র বানান ভুল। সরাসরি গৌরবের নাম নিয়ে সেখানে হুমকি দেওয়া হয়েছে। সেই সঙ্গেই তাঁর পরিবারকে শেষ করে দেওয়ার হুমকিও দিয়েছেন দুষ্কৃতীরা। ইতিমধ্যেই এই নিয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এফআইআর রেজিস্টার করে শুরু হয়েছে তদন্ত।
আরও পড়ুনঃ জগন্নাথ মন্দির উদ্বোধনের আবহেই বড় খবর! জঙ্গি হানার সতর্কতা জারি করল গোয়েন্দা দফতর
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, হুমকি পোস্টার লাগানোর সম্ভাব্য সময়ে বাড়ির কাছে দু’টি স্কুটারে চেপে চারজন অপরিচিত ব্যক্তিকে দেখা যায়। সিসিটিভি ফুটেজে এমনটাই ধরা পড়েছে। হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন, বাড়ির নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। নজরদারি ক্যামেরা বসানোর পাশাপাশি বাড়ির বাইরে পুলিশ পিকেটও বসানো হয়েছে।
এই বিষয়ে একজন সিনিয়র পুলিশ আধিকারিক বলেন, ‘অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই ঘটনাটিকে দেখা হচ্ছে। প্রত্যেকটি সম্ভাবনা খতিয়ে দেখছি। এখনও অবধি কোনও অর্গানাইজড গ্রুপের যুক্ত থাকার ইঙ্গিত পাওয়া যায়নি। স্থানীয় দুষ্কৃতীদের কাণ্ড বলে মনে হচ্ছে। তবে আমরা কোনও সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছি না’।
উল্লেখ্য, কাশ্মীরে জঙ্গি হামলার কয়েকদিনের মাথাতেই সেনাবাহিনীতে (Indian Army) কর্মরত এক জওয়ানের বাড়ির বাইরে হুমকি পোস্টার। পহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দুদের খুন করার অভিযোগ উঠেছিল। হুমকি পোস্টারেও লেখা, ‘হিন্দু বাঁচাতে গেলে তোর পরিবারকে শেষ করে দেব’। কারা দিল এই পোস্টার? খতিয়ে দেখছে পুলিশ।