বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই খবর ছড়িয়েছিল, ভারত ছাড়ছেন সইফ আলি খান এবং করিনা কাপুর খান। এ দেশ ছেড়ে নাকি মনের মতো এক দ্বীপে নতুন করে সংসার বাঁধতে চলেছেন তাঁরা। এমনকি এই নতুন বাড়ি নিয়ে মুখ খুলেছিলেন সইফ নিজেও। এবার গুঞ্জন ছড়াল বলিউডের আরেক মেগাস্টারকে নিয়ে। খুব শীঘ্রই নাকি মুম্বই ছাড়ছেন শাহরুখ খান (Shahrukh Khan)। তিনিও কি শেষমেশ ঝুঁকছেন বিদেশের প্রতি?
ভারত ছাড়ছেন শাহরুখ খান (Shahrukh Khan)?
বলিপাড়ায় কান পাতলেই এখন জোর গুঞ্জন, মুম্বই ছেড়ে খুব শীঘ্রই বিদেশে উড়ে যাবেন শাহরুখ (Shahrukh Khan)। তবে না, ভারত থেকে পাকাপাকি ভাবে প্রবাসী হচ্ছেন না তিনি। আসলে তাঁর কেরিয়ারে আসতে বড়সড় মোড়। সূত্রের খবর মানলে, ষাটের দোরগোড়ায় দাঁড়িয়ে নাকি হলিউডে এন্ট্রি নিতে চলেছেন কিং খান। সম্প্রতি মার্ভেল স্কুপার এর তরফেও মিলেছে একই রকম ইঙ্গিত।
হলিউডে এন্ট্রির জোর গুঞ্জন: এক্স হ্যান্ডেলে শাহরুখের একটি ছবি সহযোগে লেখা হয়েছে, ‘গুঞ্জন শোনা যাচ্ছে, আগামী একটি প্রোজেক্টের জন্য মার্ভেল স্টুডিওসের সঙ্গে কথাবার্তা চলছে শাহরুখ খানের।’ সঙ্গে এও লেখা হয়েছে, মার্ভেলের আসন্ন ছবি ‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’ নয়, বরং অন্য একটি ছবিতে দেখা যাবে অভিনেতাকে।
আরো পড়ুন : প্রথম সিরিয়ালেই বাঁধভাঙা সাফল্য, ৩ মাসের বিরতি শেষে নতুন মেগায় ফিরছেন শুভস্মিতা!
হলিউডে জনপ্রিয়তা রয়েছে শাহরুখের: উল্লেখ্য, এর আগে ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ তারকা অ্যান্থনি ম্যাকি বলেছিলেন, বলিউড থেকে কাউকে অ্যাভেঞ্জার্সে নিতে হলে কোন অভিনেতাকে নেবেন? উত্তরে তিনি বলেছিলেন শাহরুখের (Shahrukh Khan) নাম। কিং খানের ভূয়সী প্রশংসা করে তিনি বলেছিলেন, বলিউড থেকে শাহরুখই সেরা অ্যাভেঞ্জার্সের জন্য।
আরো পড়ুন : ‘ভিলেন’ শার্লির সিঁথি রাঙিয়ে দিলেন ‘রোহিত’ অভিষেক, প্রাক্তন সুরভীর প্রোফাইলে এখনও উজ্জ্বল অতীত স্মৃতি
হলিউডে যে কিং খানের জনপ্রিয়তা বেশ ভালোই তার প্রমাণ মিলেছে বহুবার। হলিউডের একাধিক জনপ্রিয় তারকা প্রশংসা করেছেন শাহরুখের (Shahrukh Khan)। অনেকের কাছে আবার বলিউড মানেই শাহরুখ খান। আন্তর্জাতিক ক্ষেত্রে এত বড় তারকা হওয়া সত্ত্বেও কেন কখনো হলিউডে পা রাখলেন না তিনি? বলিউড বাদশা অবশ্য একবার হলিউড প্রসঙ্গে জবাব দিয়েছিলেন, তাঁর যোগ্য যে চরিত্র পরিচালক তাঁকে দেবেন, তিনি তাতেই অভিনয় করবেন। তবে কোনো ছোটখাটো চরিত্রে মুখ দেখানোর ইচ্ছা তাঁর নেই। তেমন হলে হলিউডে যাবেনই না। কারণ বলিউড তাঁকে মাথায় করে রেখেছে।