বাংলা হান্ট ডেস্কঃ বৈশাখী দহন থেকে সাময়িক রেহাই (South Bengal Weather)। অক্ষয় তৃতীয়ার দিন সকালেই ঝমঝমিয়ে শুরু হল বৃষ্টি। এদিন সকাল থেকেই তেমন রোদের দাপট ছিল না। বরং আকাশে দেখা গিয়েছিল মেঘের আনাগোনা। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, আজ থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের নানান জেলায় বজ্রবিদ্যৎ সহ ঝড়বৃষ্টি (Rainfall Alert) হতে পারে। বেলা গড়াতেই সত্যি হয়ে গেল সেই পূর্বাভাস (Weather Update)।
সকাল থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) নানান প্রান্তে বৃষ্টি শুরু!
এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। ঠিক অফিস টাইমে ঝমঝমিয়ে শুরু হয় বর্ষণ। সকাল ১০টা নাগাদ কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা সহ রাজ্যের নানান প্রান্তে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। বেলা যত গড়াতে থাকে, ততই দক্ষিণের আরও নানান জেলায় বৃষ্টি শুরু হতে থাকে।
জানা যাচ্ছে, এদিন বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়েছে। ফলে সঙ্গে ছাতা থাকলেও বিশেষ লাভ হয়নি। গন্তব্যের উদ্দেশে পৌঁছনোর অনেকেই ভিজে যান।
আজ দক্ষিণবঙ্গের (South Bengal) প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে দোসর হতে পারে ৪০-৫০ কিমি/ঘণ্টায় বেগে ঝোড়ো হাওয়া। আগামী শুক্রবার অবধি আবহাওয়া মোটামুটি এরকমই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ আবার দক্ষিণবঙ্গের ৮টি জেলায় কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সেই সঙ্গেই এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জেলায় শিলাবৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে।
আজ দক্ষিণবঙ্গের নানান প্রান্ত জুড়ে বৃষ্টি হওয়ায় একধাক্কায় তাপমাত্রা অনেকখানি কমে গিয়েছে। ফলে তীব্র দাবদাহ গরম সেভাবে অনুভূত হচ্ছে না। এই ধরণের আবহাওয়ার কারণে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও কম থাকবে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
উল্লেখ্য, বৈশাখ মাসের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল তাপমাত্রার পারদ। তবে গত দু-তিনদিনে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) নানান জেলায় বিক্ষিপ্তভাবে বর্ষণ হয়েছে। যার জেরে হাঁসফাঁস গরম অনেকটাই কমেছে। আগামী কয়েকদিনও তাপমাত্রা মোটামুটি একই থাকবে বলে পূর্বাভাস।