বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৫-এ এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। মূলত, গত মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হারের পর দিল্লি ক্যাপিটালসের স্পিনার কুলদীপ যাদব KKR-এর ব্যাটার রিঙ্কু সিংকে (Rinku Singh) দু’বার চড় মারেন। এরপরেই শুরু হয় বিতর্ক। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই ঘটনার সমালোচনা করেছেন। শুধু তাই নয়, কুলদীপও এখন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। এটাও অনুমান করা হচ্ছে যে, হয়তো BCCI তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে।
রিঙ্কুকে (Rinku Singh) চড় মারলেন কুলদীপ যাদব:
অবাক হয়ে যান রিঙ্কু: জানিয়ে রাখি, কুলদীপ যাদব এবং রিঙ্কু সিং (Rinku Singh) IPL-এ দু’টি ভিন্ন দলের হয়ে খেললেও ঘরোয়া ক্রিকেটে তাঁর দুজনেই উত্তর প্রদেশের হয়ে একসাথে খেলেন। এদিকে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যে, ম্যাচ শেষে তাঁরা কথা বলছিলেন। সেই সময়ে আচমকাই কুলদীপ রিঙ্কুকে চড় মেরে অবাক করে দেন।
What the hell is giving Kuldeep Yadav confidence to slap Rinku like this in public ?
After KL Rahul, Kuldeep is 2nd in fraud list. Never performed under pressure
Ban him @BCCI#ViratKohli #IPL2025 #IPL #KKRvsDC pic.twitter.com/7DVCn0B39l
— Dharma Watch (@dharma_watch) April 29, 2025
রিঙ্কু এর উত্তরে কোনও প্রতিক্রিয়া না জানালেও এই ঘটনায় তিনি যে, অসন্তুষ্ট তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। আর এই বিষয়টি প্রত্যক্ষ করেই নেটিজেনরা নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকেই এই বিষয়টিকে খেলোয়াড়দের নিছক রসিকতার অংশ হিসেবে মনে করলেও কিছুজন আবার বিষয়টির তীব্র সমালোচনা করেছেন।
আরও পড়ুন: ক্রমশ বাড়ছে সঙ্কট! এবার ভেঙে ৩ টুকরো হয়ে যাবে পাকিস্তান? ঘুম উড়ল পড়শি দেশের
সোশ্যাল মিডিয়ায় শুরু তোলপাড়: নেটাগরিকদের একাংশ দিল্লি ক্যাপিটালসের স্পিনারের আচরণের নিন্দা জানিয়ে বলেন যদি লখনউ সুপার জায়ান্টসের স্পিনার দিগ্বেশ রাঠিকে তাঁর “নোটবুক সেলিব্রেশন”-এর জন্য তিরস্কার করা যায়, তাহলে কুলদীপের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। উল্লেখ্য যে, কুলদীপ ওই ম্যাচে ৩ ওভারে ২৭ রান দিয়েছিলেন। কিন্তু, কোনও উইকেট পাননি। ব্যাট করার সময়ে তিনি ১ বলে ১ রান করে অপরাজিত ছিলেন। অন্যদিকে, কলকাতার হয়ে রিঙ্কু সিং (Rinku Singh) ২৫ বলে ৩৬ রান করেন। সেই সময়ে তিনি ৩ টি চার এবং ১ টি ছক্কা মারেন।
আরও পড়ুন: “আমি কোনও আর্মি জেনারেল নই….”, ভারতের বিরুদ্ধে বিবৃতি দিয়ে সাফাই ইউনূসের
শ্রীসন্থকে চড় মেরেছিলেন হরভজন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, IPL-এ কোনও খেলোয়াড়কে চড় মারার ঘটনা এটিই প্রথম নয়। টুর্নামেন্টের প্রথম মরশুমে হরভজন সিং তাঁর আবেগ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন। সেই সময়ে মুম্বাই ইন্ডিয়ান্স এবং কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস)-এর মধ্যে ম্যাচের ঠিক পরেই, এস. শ্রীসন্থকে চড় মারেন তিনি। এরপর টুর্নামেন্টের বাকি সময়ের জন্য ওই স্পিনারকে ব্যান করা হয়েছিল।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: