বাংলা হান্ট ডেস্ক: এপ্রিলের শেষটা হয়েছে বৃষ্টি দিয়ে। আজ নতুন মাস শুরু। আপাতত গরমের দাবদাহ থেকে সাময়িক রেহাই পেয়েছেন দক্ষিণবঙ্গবাসী। শনিবার থেকে টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায়। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও ঝড়-জলে তাপমাত্রা নেমেছে অনেকটাই। আপাতত কী এমনই থাকবে আবহাওয়া? জেনে নিন ওয়েদার আপডেট।
শুক্রবার পর্যন্ত টানা ভিজবে দক্ষিণবঙ্গ | South Bengal Weather
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এই রাজ্যে প্রবেশ করছে। যার ফলে বৃষ্টি হচ্ছে। আজ বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে। দক্ষিণের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা। একই সাথে কিছু কিছু জেলায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
এরপর শুক্রবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সাথে ঝড়ের সম্ভাবনাও রয়েছে। দক্ষিণের বাকি সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
ভিডিও দেখুন: https://youtu.be/ar9zG_xu5Rs?si=cyRsVvDU8URDipSm
শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। সন্ধের দিকে ঝড়ের সম্ভাবনা। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে একাধিক জেলায়। শিলাবৃষ্টিও হতে পারে কোথাও কোথাও। টানা বৃষ্টির জেরে অনেকটা তাপমাত্রা নেমেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। একধাক্কায় নেমেছে পারদ। আপাতত কোথাও তাপপ্রবাহের সতর্কতা নেই রবিবার পর্যন্ত।
আরও পড়ুন: Banglahunt Breaking: হয়ে গেল কনফার্ম! ২১ জুলাই তৃণমূলে যোগ দিতে চলেছেন সস্ত্রীক দিলীপ ঘোষ: সূত্র
এদিন উত্তরবঙ্গেও (North Bengal Weather) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সব জেলাতেই। বৃহস্পতিবার ও শুক্রবার মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝড় বইতে পারে। সতর্কতা জারি করা হয়েছে।