মাসের শুরুতেই ১৭ টাকা দাম কমল LPG গ্যাস সিলিন্ডারের, কলকাতায় কত হল নতুন প্রাইস? 

Published On:
বাংলা হান্ট ডেস্কঃ ক্রমাগত মূল্যবৃদ্ধিতে জেরবার আমজনতার জন্য স্বস্তি। পয়লা তারিখেই মিলল সুখবর! মাসের প্রথম দিন দাম কমল রান্নার গ্যাসের (Liquefied Petroleum Gas)। আজ পয়লা মে দেশজুড়ে কমল রান্নার গ্যাসের দাম (LPG Gas)। রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে আগের থেকে আরও কম টাকা ব্যয় করতে হবে গ্রাহকদের। যার জেরে স্বস্তি এল সাধারণ মানুষের পকেটে।

দাম কমল গ্যাসের | Liquefied Petroleum Gas

জানিয়ে রাখি, ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমেছে। একধাক্কায় ১৭ টাকা কমল। আজ থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে। এবার থেকে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG) দাম ১৭ টাকা কম দিতে হবে।
ভিডিও দেখুন: https://youtu.be/ar9zG_xu5Rs?si=cyRsVvDU8URDipSm
তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করেছে। শহর কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৮৬৮ টাকা থেকে কমে হয়েছে ১৮৫১ টাকা ৫০ পয়সা। যদিও ১৪.২ কেজির এলপিজি  সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আনা হয়নি।
Will LPG gas cylinder price will be reduced in Union Budget 2025
১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দামের ক্ষেত্রে কোনো হেরফের হয়নি। অর্থাৎ গ্যাসের দাম কমলেও এতে আম জনতার হেঁশেলে বা পকেটে চাপ কমল না সরাসরি। কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। উল্লেখ্য এপ্রিলে ১৯ কেজির সিলিন্ডারের দাম কমে মোট ৪৪ টাকা। এবার তা আরও ১৭ টাকা কমে গেল।
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X