‘সমুদ্রের গর্জনকে ছাপিয়ে গেল দিলীপের গর্জন’, পদ্ম নেতার ছবি পোস্ট, দিলীপকে প্রশংসায় ভরালেন কুণাল

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বিয়ে নিয়ে শোরগোলের মাঝেই ফের সংবাদ শিরোনামে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বুধবার রাজ্য সরকারের আমন্ত্রণে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে শামিল হয়ে রাজ্য-রাজনীতিতে ঝড় তুলে দেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। মমতার পাশে বসে খোশগল্পের ছবি সামনে আসতে দলের অন্দরে আক্রমণের মুখে পড়েছেন দিলীপ। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, সৌমিত্র খাঁ থেকে শুরু করে বিজেপির বঙ্গ নেতৃত্বরা তোপ দাগতে ছাড়েনি দিলীপকে। দিলীপও নাম না করেই দিয়েছেন পাল্টা। এবার সেই নিয়েই পদ্ম নেতার পাশে দাঁড়ালেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।

দিলীপের প্রশংসায় পঞ্চমুখ কুণাল | Kunal Ghosh

এদিন ফেসবুক পোস্টে তৃণমূলের কুণাল ঘোষ লেখেন, ‘দিঘায় আজ সমুদ্রের গর্জনকে ছাপিয়ে গেল দিলীপ ঘোষের
গর্জন। বিজেপির একাংশকে ধুয়ে দিলেন তিনি।
* আমার এত বছরের সাধনার জীবন, যারা নিজেদের
ধান্দায় অন্য দল থেকে এসেছে, তাদের কাছে বিজেপি
শিখব না।
* যারা মমতা ব্যানার্জির আঁচলে বড় হয়েছে, তারা নিজেদের
ধান্দায় বিজেপিতে এসেছে।
* বিজেপিকে যে সাফল্য এনে দিয়েছিলাম, এখন সেসব নেই
কেন? জনপ্রতিনিধি কমছে। বিজেপির স্বাদ চলে গেছে।
2021 থেকে জেতার অভ্যেস চলে গেছে দলের। মানুষ
ভরসা রাখতে পারছেন না।
* অন্য দল থেকে অনেকে কামাতে এসেছেন। করে খাচ্ছেন।
* সৌজন্য আর লড়াই আলাদা। প্রধানমন্ত্রী বাজপেয়ীজি যে
মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে
এসেছিলেন, আমি সেই সংস্কৃতির লোক। অপসংস্কৃতি ঢুকে
দলটার ক্ষতি করছে।
* যারা চারটে বিয়ে করে, দিনের জীবন রাতের জীবন
আলাদা, তারা ত্যাগীভোগীর জ্ঞান দিচ্ছে।
* যারা আজ অন্য দল থেকে এসে জ্ঞান দিচ্ছে, তাদের
বিরুদ্ধে লড়েই দলকে বড় করেছিলাম।
* হিন্দু, সনাতন যারা বলছে, এতদিন কোথায় ছিল? কী
তাদের অবদান?
* বিজেপি কর্মীরা হতাশ হবেন না। বিশ্বাস রাখুন। যতদিন
বিশ্বাস ছিল, দল এগিয়েছে। সন্দেহের পরিবেশ ঢুকেই দলের
ক্ষতি হচ্ছে।
* আমার গা কাটলে বিজেপির রক্ত বেরোবে। বিজেপিতে
থাকব। বিজেপি যতদিন কাজ দেবে করব। আমি মানুষের
মধ্যে থাকি।
– এবং আরও কিছু। ওদিকে সোশ্যাল মিডিয়ায় এক
কুৎসাকারীর পোস্টে কমেন্ট করে সেটাকেও ধুয়ে দিয়েছেন
দিলীপবাবুর স্ত্রী রিঙ্কু। কার টাকায় এসব করেন বলে প্রশ্নও
তুলে দিয়েছেন।’

BJP leader Dilip Ghosh says he does not like disrespecting any country flag

ভিডিও দেখুন: https://youtu.be/Txt9qZVz80c?si=ty_RbWS7o_AnfYOW

উল্লেখ্য, নাম না করে এখানে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীকেই তোপ দাগেন তা কার্যত স্পষ্ট। শুভেন্দু আসার পরই ক্রমেই বিজেপিতে কোণঠাসা হয়েছেন বঙ্গ বিজেপির কান্ডারি দিলীপ ঘোষ। বর্তমানে দলের ছোটোখাটো কোনো পদেই নেই দিলীপ। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগ মমতার সঙ্গে দিলীপের সাক্ষাতে দলবদলের জল্পনা তুঙ্গে। তবে দিলীপের স্পষ্ট কথা, যাই হয়ে যাক তিনি বিজেপিতেই থাকবেন।

Dilip Ghosh and his wife reached Jagannath Temple in Digha.

আরও পড়ুন: পদক্ষেপ আরো কড়া, মাহিরা-হানিয়া সহ একগুচ্ছ পাক শিল্পীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ ভারতে

এদিকে সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু দেবীর করা কমেন্টও তুলে ধরেছেন কুণাল। দেখা যাচ্ছে সেখানে বিজেপি নেত্রী রিঙ্কু লিখেছেন, ‘আপনার নামে মানহানি কেস করতে পারি, চ্যালেঞ্জ নিয়ে প্রুফ করতে পারবেন ? অভিযোগ দিয়ে কার TRP বাড়াচ্ছেন? ওঁনার হাউস বিল্ডিং লোন রিপে হল জাস্ট মাস দুয়েক আগেই. 8 বছরের MLA – MP স্যালারি উইথ HBL loan যথেষ্ট একটা ভিলা কেনার জন্য তাও ওনার মতন সিম্পল লিভিং লোকের জন্য. দিলীপ বাবুর হাত ধরেই তো টিকিট টা নিয়ে ছিলেন আপনি ? আপনার মতন অযোগ্য মানুষ হেরে যাবার পর পার্টি ছেড়ে দিয়েছেন. কার টাকায় আপনার চ্যানেল চলেছে সেটা সবাই জানে. কোন এক্তারে “বুড়ো” বলছেন? আগে কাউন্ট হয় ফিজিক্যাল অ্যাকোর্ডিং নট ব্যার্থ অ্যাকোর্ডিং. গার্লফ্রেইন্ড থাকলে ইয়ং হয় ? বিয়ে করলে বুড়ো? হনেস্ট, ব্যতীত পোর্টফোলিও উঁনি, কে পানিশমেন্ট করবে ওঁনাকে? 41% ভোটের যে বানালেন তাকে কারা পানিশমেন্ট দেবেন? আপনারা যারা 39% নামিয়েছেন উইথ 5 বছর এক্সট্রা ইস্যু উইথ সেন্ট্রাল স্কিম ? ক্ষমতা থাকলে তো কারণ ছাড়াই দিলীপ বাবুর নামে অ্যালীগশন লাগান. প্রোপাগান্ডা করে মাইলেজ নিতে পারবেন নাহ. পাবলিক ভালোবাসে ওঁনাকে জানেন চেনেন. একমাত্র সুবিধাবাধ্যরাই ওঁনাকে কোনঠাসা করে নিজেদের ধান্দাবাজীর জন্য.’ যদিও দিলীপ পত্নী কাকে রিপ্লাই করেছেন সেই উল্লেখ নেই কুণালের পোস্টে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X