বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই জমে উঠেছে IPL ২০২৫-এর লড়াই। ঠিক সেই আবহেই এবার পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) মোটা অঙ্কের জরিমানার সম্মুখীন হলেন। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মূলত, স্লো ওভার রেটের কারণে তাঁর ওপর জরিমানা আরোপ করা হয়েছে। জানিয়ে রাখি যে, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে, শ্রেয়স আইয়ারের দল নির্ধারিত সময়ের মধ্যে বোলিং সম্পন্ন করতে পারেনি। যার কারণে ওই দল জরিমানার সম্মুখীন হয়। ইতিমধ্যেই আইয়ার এবং তাঁর দল ম্যাচ রেফারির সামনে এই বিষয়ে ভুল স্বীকার করেছে বলে জানা গিয়েছে। IPL-এর কোড অফ কন্ডাক্ট অনুসারে, এই ধরণের ক্ষেত্রে, ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত এবং বৈধ হিসেবে বিবেচিত হয়।
বড় জরিমানার সম্মুখীন হলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer):
শ্রেয়স আইয়ারকে কত টাকা জরিমানা করা হয়েছে: এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এবং তাঁর দলের ওপর ঠিক কত জরিমানা আরোপ করা হয়েছে? জানিয়ে রাখি, যেহেতু এটি ছিল পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ারের স্লো ওভার রেটের প্রথম ভুল, তাই, তাঁকে ১২ লক্ষ টাকার জরিমানা করা হয়। এদিকে, অধিনায়ক আইয়ার ছাড়া দলের বাকি খেলোয়াড়দের ম্যাচ ফি-র ২৫ শতাংশ অথবা ৬ লক্ষ টাকার (যেটি কম) জরিমানা করা হয়েছে।
এর আগেও অনেকে এই জরিমানার সম্মুখীন হয়েছেন: প্রসঙ্গত উল্লেখ্য, শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) IPL ২০২৫-এ স্লো ওভার রেটের শিকার হওয়া প্রথম অধিনায়ক নন। তাঁর আগে হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে রিয়ান পরাগ, ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, রজত পতিদার এবং শুভমান গিলও এই জরিমানার শিকার হয়েছেন।
আরও পড়ুন: দেশজুড়ে এবার হবে জাতি গণনা! বড় সিদ্ধান্ত কেন্দ্রের
চেন্নাইকে পরাজিত করেছে পাঞ্জাব: এদিকে, ওই ম্যাচের কথা জানাতে গেলে বলতে হয়, শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) দুর্দান্ত ইনিংসের সুবাদে, পাঞ্জাব কিংস চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে একটি শক্তিশালী জয় হাসিল করেছে। প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস ২০ ওভারে ১৯০ রান করে। যার জবাবে, পাঞ্জাব কিংস ২ বল বাকি থাকতে ১৯১ রানের “টার্গেট” তাড়া করে ফেলে এবং ৪ উইকেটে ম্যাচটি জিতে যায়। এদিকে, এই জয়ের পর পাঞ্জাব কিংস পয়েন্ট টেবিলেও লাফ দিয়েছে। পয়েন্ট টেবিলে ওই দল এখন দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছে।
আরও পড়ুন: Banglahunt Breaking: হয়ে গেল কনফার্ম! ২১ জুলাই তৃণমূলে যোগ দিতে চলেছেন সস্ত্রীক দিলীপ ঘোষ: সূত্র
পাঞ্জাবের জয়ে আইয়ারের কৃতিত্ব: জানিয়ে রাখি, পাঞ্জাব কিংসের জয়ে বড় ভূমিকা পালন করে অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) দুর্দান্ত ইনিংস। ৪৪ রানে প্রথম উইকেটে পতনের পর ব্যাট করতে নেমে শ্রেয়স আইয়ার ৪১ বলে ১৭৫.৬০ স্ট্রাইক রেটে ৭২ রান করেন। তাঁর ওই ইনিংস সাজানো ছিল ৫ টি চার এবং ৪ টি ছক্কা দিয়ে।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: