‘মমতার আঁচলে বড় হয়েছে’, দিলীপের আক্রমণে এবার মুখ খুললেন শুভেন্দু, বললেন, স্পষ্ট করে…

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ সংবাদ শিরোনামে বড়সড় জায়গা করে নিয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বুধবার রাজ্য সরকারের আমন্ত্রণে দিঘায় জগন্নাথ মন্দিরে সস্ত্রীক দিলীপের পদার্পণ, আর সেই নিয়েই রাজনীতির পারদ চড়ছে ক্রমশ। সৌমিত্র খাঁ থেকে শুরু করে বিজেপির বঙ্গ নেতৃত্বরা তাবড় তাবড় নেতারা তোপ দাগতে ছাড়েনি দিলীপকে। দলের কর্মীদেরও প্রশ্নের মুখে পড়েছেন বিজেপি নেতা।

দিলীপের মন্তব্যে প্রতিক্রিয়া শুভেন্দুর | Suvendu Adhikari

এদিকে ‘পিঠ বাঁচাতে’ পাল্টা নাম না করে বিজেপি নেতাদের ধুয়ে দিয়েছেন দিলীপ। বৃহস্পতিবার সকালে দিঘায় দাঁড়িয়েই চাঁচাছোলা ভাষায় বঙ্গ বিজেপির নেতাদের আক্রমণ করেছেন তিনি। বলেন, ‘যারা মমতা ব্যানার্জির আঁচলে বড় হয়েছে, তারা নিজেদের ধান্দায় বিজেপিতে এসেছে। যারা এভাবে বিজেপিতে এসে করে খাচ্ছে দিলীপ ঘোষ তাঁদের থেকে শিখবে না। দিলীপ ঘোষ জানে কীভাবে লড়াই করতে হয়।”

ভিডিও দেখুন: https://www.youtube.com/live/pRr-S4ahZRk?si=RBvZS0nOW6BD94hj

এখানেই শেষ নয়, দিলীপ এও বলেন, “আমার রক্তের ঠিক আছে, কারণ আমি এ দল, ও দল করে বিজেপিতে আসিনি!” নাম না করে এখানে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীকেই তোপ দাগেন এমনটাই মনে করছে রাজনৈতিকমহল। কারণ শুভেন্দু তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন।

BJP leader Dilip Ghosh says he does not like disrespecting any country flag

এই ইস্যুতে কী প্রতিক্রিয়া শুভেন্দুর? Suvendu Adhikari

এদিন সাংবাদিকদের উত্তরে শুভেন্দু প্রথমে বলেন, “এব্যাপারে আমি কোনও মন্তব্য করব না, গতকালই আমার অবস্থান স্পষ্ট করে দিয়েছি।” এরপর শুভেন্দু বলেন, “২০১১ সালের আগে আমার বক্তব্য ছিল সিপিএম যাক, যে পারে আসুক। আমার আজকের বক্তব্য , মমতা ভাগা হিন্দু বাঁচাও, বেকার বাঁচাও। এর বাইরে কিছু হতে পারে না। আমার লক্ষ্য স্থির।’

Suvendu Adhikari

আরও পড়ুন:মে মাসে ১২ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, কবে কবে রয়েছে ছুটি? দেখে নিন সম্পূর্ণ তালিকা

বিরোধী দলনেতার কথায়, ‘ডান বাম কোনওদিকে তাকাচ্ছি না। আট মাস পরে তৃণমূলকে হারাব, আর ভাইপোকে জেলে ঢোকাব।” রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, একেই কিছুটা নেতৃত্ব হীনতায় ভুগছে বঙ্গ বিজেপি। এরই মধ্যে বিধানসভা ভোটের আগে দলের মধ্যেকার এই কোন্দল আরও ভোগাবে গেরুয়া শিবিরকে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X