বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চলতি বছরের পঞ্চম মাস অর্থাৎ মে মাস শুরু হয়ে গেছে। তবে, এই মাসে আপনি যদি ব্যাঙ্কিং সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ কাজ করার কথা ভাবেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। কারণ বর্তমান প্রতিবেদনে আজ আমরা চলতি মাসে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপিত করব। এমতাবস্থায়, গ্রাহকদের এই বিষয়টি জানা থাকলে ব্যাঙ্কিং কাজ করার ক্ষেত্রে তাঁদের সুবিধে হবে। জানিয়ে রাখি যে, চলতি মাসে সারা দেশে বিভিন্ন তারিখে মোট ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে সামিল রয়েছে রাজ্য অনুসারে সপ্তাহান্তের ছুটি এবং স্থানীয় উৎসবের কারণে ছুটি।
মে মাসে কবে কবে বন্ধ থাকছে ব্যাঙ্ক (Bank Holidays):
মে মাসে ব্যাঙ্কে ছুটির দিন: উল্লেখ্য যে, ১ মে, শ্রমিক দিবস এবং মহারাষ্ট্র দিবসের কারণে অনেক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকে। এছাড়াও, ৪, ১১, ১৮ এবং ২৫ মে রবিবার এবং ১০ মে (দ্বিতীয় শনিবার) এবং ২৪ মে (চতুর্থ শনিবার) ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে। অর্থাৎ সপ্তাহান্তের কারণে ব্যাঙ্কগুলি মোট ৬ দিন বন্ধ থাকবে। এদিকে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) কর্তৃক প্রকাশিত ছুটির তালিকা অনুসারে, মে মাসে কিছু রাজ্যে স্থানীয় উৎসব এবং বিশেষ অনুষ্ঠানেও ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই ছুটির তারিখগুলি রাজ্য অনুসারে নির্ধারিত হয়। এমতাবস্থায়, চলুন জেনে নেওয়া যাক কোন কোন দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক (Bank Holidays):
১. ১ মে (বৃহস্পতিবার)- শ্রমিক দিবস এবং মহারাষ্ট্র দিবস উপলক্ষ্যে বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, গুয়াহাটি, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ইম্ফল, কোচি, কলকাতা, মুম্বাই, নাগপুর, পানাজি, পাটনা ও তিরুবনন্তপুরমে
ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২. ৪ মে- রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৩. ৯ মে (শুক্রবার)- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৪. ১০ মে- মাসের দ্বিতীয় শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৫. ১১ মে- রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক
৬. ১২ মে (সোমবার)- বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আগরতলা, আইজল, বেলাপুর, ভোপাল, দেরাদুন, ইটানগর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বাই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, সিমলা ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আরও পড়ুন: IPL-এ বড় ভুল করে বসলেন শ্রেয়স আইয়ার! দিতে হবে বিপুল জরিমানা, ভুগতে হল দলকেও
৭. ১৬ মে (শুক্রবার)- রাজ্য দিবস উপলক্ষ্যে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৮. ১৮ মে- রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৯. ২৪ মে- মাসের চতুর্থ শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১০. ২৫ মে- রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১১. ২৬ মে (সোমবার)- কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১২. ২৯ মে (বৃহস্পতিবার)- মহারাণা প্রতাপ জয়ন্তী উপলক্ষ্যে সিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আরও পড়ুন: দেশজুড়ে এবার হবে জাতি গণনা! বড় সিদ্ধান্ত কেন্দ্রের
ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন পরিষেবা মিলবে: জানিয়ে রাখি যে, উপরিউক্ত ছুটির দিনগুলিতে আপনার কোনও গুরুত্বপূর্ণ লেনদেন করতে হলে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কারণ, ওই তারিখগুলিতে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও (Bank Holidays) UPI, নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং এবং IMPS-এর মতো ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবাগুলি সম্পূর্ণরূপে চালু থাকবে। এই সমস্ত অনলাইন পরিষেবা ২৪×৭ উপলব্ধ থাকে। অর্থাৎ, আপনি যেকোনও সময় এবং যেকোনও জায়গা থেকে টাকা পাঠানো বা গ্রহণ করার মতো কাজ করতে পারবেন। তবে, গ্রাহকদের ব্যাঙ্কের শাখা সম্পর্কিত গুরুত্বপূর্ণ কাজগুলি ছুটির দিনগুলি ব্যতীত সম্পন্ন করতে হবে।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: