বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রের ঘোষণার পর ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করেছে একাধিক রাজ্য সরকার। গত মার্চ মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) ২% হারে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। এরপর থেকে একের পর এক সুখবর দিয়েছে এদেশের নানান রাজ্য সরকার। এপ্রিল মাস থেকেই বর্ধিত হারে ডিএ (DA) পাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা। এই আবহে সামনে আসছে ফের একটি খুশির খবর!
‘এই’ রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বাড়াল রাজ্য!
কেন্দ্রীয় হারে ডিএ পান এদেশের একাধিক রাজ্যের রাজ্য সরকারি কর্মীরা। কেন্দ্রীয় সরকারি কর্মীরা এতদিন ৫৩% হারে মহার্ঘ ভাতা পেতেন। এবার থেকে ৫৫% হারে পাবেন। ছত্তিশগড়ের রাজ্য বিদ্যুৎ সংস্থায় কর্মরত কর্মী ও পেনশনভোগীরাও কেন্দ্রের মতো ৫৩% হারে ডিএ পেতেন। এবার তাঁরাও ৫৫% হারে ডিএ পাবেন।
সম্প্রতি ছত্তিশগড় রাজ্য বিদ্যুৎ সংস্থায় কর্মরত কর্মী ও অবসরপ্রাপপ্ত কর্মীদের ২% হারে মহার্ঘ ভাতা বাড়িয়েছে বিষ্ণুসাই সরকার (Government of Chhattisgarh)। চলতি বছরের ১ জানুয়ারি থেকে নয়া হার কার্যকর হবে বলে খবর। বিগত তিন মাসের বকেয়া ডিএ-ও মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য। কীভাবে সেই টাকা মেটানো হবে, সেটাও ইতিমধ্যেই জানানো হয়েছে।
আরও পড়ুনঃ মাথা নীচু ফিরহাদ-সুজিতদের! পার্কস্ট্রিটে ‘জতুগৃহ’ খুঁজলেন মমতা! কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
সম্প্রতি সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে ডিএ বৃদ্ধি (DA Hike) সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। সেখানে বলা হয়, গত ১ জানুয়ারি থেকে নয়া হার কার্যকর করা হবে এবং গত তিন মাসের (জানুয়ারি থেকে মার্চ) বকেয়া ভাতা এপ্রিল থেকে জুনের মধ্যে তিন কিস্তিতে পরিশোধ করে দেওয়া হবে।
এখানেই শেষ নয়! জানা যাচ্ছে, চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে যে সকল কর্মী অবসর গ্রহণ করবেন, তাঁদের অবসর নেওয়ার মাসেই বকেয়া মহার্ঘ ভাতা পুরোটা মিটিয়ে দেবে রাজ্য। এই সিদ্ধান্তে মুখে হাসি ফুটেছে ছত্তিশগড় রাজ্য বিদ্যুৎ সংস্থায় কর্মরত হাজার হাজার কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীর মুখে।
অন্যদিকে বাংলার রাজ্য সরকারি কর্মীদের কথা বলা হলে, বর্তমানে তাঁরা ১৮% হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) পাচ্ছেন। এপ্রিল মাস থেকেই নয়া হার কার্যকর হয়েছে। তা সত্ত্বেও কেন্দ্রের সঙ্গে ৩৭ শতাংশের ডিএ ফারাক বিদ্যমান।