বাংলার সাংসদ, BJP শাসিত ওড়িশায় বাঙালি শ্রমিকদের ওপর অত্যাচার হতেই শাহকে চিঠি ইউসুফের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বাইশ গজ কাঁপিয়ে রাজনীতির ময়দানে পা রেখেছেন ইউসুফ পাঠান (Yusuf Pathan)। চব্বিশের লোকসভা ভোটে বহরমপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। এবার তিনিই সোজা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি দিলেন। বিজেপি শাসিত ওড়িশায় বাঙালি শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন। ভয়ে-আতঙ্কে বাড়ি ফিরে আসছেন অনেকে। এবার এই নিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন তৃণমূল (Trinamool Congress) সাংসদ।

শাহকে চিঠিতে কী লিখলেন ইউসুফ (Yusuf Pathan)?

বহরমপুরের এমপি চিঠিতে লিখেছেন, বাঙালি শ্রমিক, বিশেষত মুর্শিদাবাদ, বহরমপুরের শ্রমিকরা ওড়িশায় বেশি আক্রান্ত হচ্ছেন। কেবলমাত্র বেলডাঙাতেই কয়েক হাজার শ্রমিক বাড়ি ফিরে এসেছেন। যারা তাঁদের ওপর এহেন হামলা চালাচ্ছে, লুঠপাট করছে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ইউসুফ।

জানা যাচ্ছে, গত ২৭ এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন তৃণমূল (TMC) সাংসদ। সেখানে জানিয়েছেন, বাঙালি শ্রমিকদের ওপর এহেন হামলার ঘটনায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন। ইউসুফ উল্লেখ করেছেন, ‘নানান প্রতিবেদন অনুসারে, ওড়িশায় বিজেপি সরকার গঠন হওয়ার পরে বাঙালি শ্রমিকদের ওপর অত্যাচার বৃদ্ধি পেয়েছে’। পরিকল্পিতভাবে এই হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

আরও পড়ুনঃ প্রমাণ হয়েছে অভিযোগ! রুল জারির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

ইউসুফ লিখেছেন, ‘অনেকের ওপর রাতে আক্রমণ করা হচ্ছে। টাকা, মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে। আধার কার্ড ছিঁড়ে দেওয়া হয়েছে ও জোর করে তাঁদের কাজের জায়গা থেকে উচ্ছেদ করা হয়েছে’। আঞ্চলিক পরিচয়ের ভিত্তিতে পরিযায়ী শ্রমিক ও একটি নির্দিষ্ট সম্প্রদায়ের শ্রমিকদের লক্ষ্য করা হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বহরমপুরের সাংসদ।

tmc candidate yusuf pathan election campaign

ইউসুফের দাবি, এই কার্যকলাপ ভারতীয় সংবিধানে বর্ণিত অখণ্ডতা, ঐক্য ও ভ্রাতৃত্বের মৌলিক নীতির লঙ্ঘন করে। এমতাবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন তিনি। সেই সঙ্গেই বাঙালি শ্রমিকদের চার দফা সুরক্ষার আর্জিও জানিয়েছেন।

প্রথমত, দোষীদের বিরুদ্ধে তাড়াতাড়ি ও কড়া পদক্ষেপ নেওয়ার জন্য ওড়িশার (Odisha) রাজ্য প্রশাসনকে নির্দেশ দেওয়া। দ্বিতীয়ত, তদন্তের জন্য কেন্দ্রীয় দলের গঠন। তৃতীয়ত, ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে প্রত্যেক পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করা ও চতুর্থত, বাংলায় ফিরে আসা বাঙালি শ্রমিকদের দরকারি ত্রাণ ও পুনর্বাসনের বন্দোবস্ত করা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এই চারটি আবেদন জানিয়েছেন বহরমপুরের তৃণমূল সাংসদ।

উল্লেখ্য, চব্বিশের লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে বহরমপুরে দাঁড়ান ইউসুফ পাঠান (Yusuf Pathan)। হেভিওয়েট অধীর চৌধুরীকে হারিয়ে জয়ের মুখ দেখেন এই প্রাক্তন ক্রিকেটার। এবার তিনিই বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন। অমিত শাহের মন্ত্রক কোনও পদক্ষেপ নেয় কিনা সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X