বাংলা হান্ট ডেস্ক: অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তথা AIFF (All India Football Federation)-এর তরফে এবার বর্ষসেরা ফুটবলারদের তালিকা সামনে আনা হল। যেখানে মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বোস বর্ষসেরা পুরুষ ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, শুভাশিসের নেতৃত্বেই গতবার ISL শিল্ড যেতে মোহনবাগান। শুধু তাই নয়, ISL-এর ডিফেন্ডারদের মধ্যে তিনিই সব থেকে বেশি গোল করা ভারতীয় হিসেবে বিবেচিত হন।
সামনে এল AIFF (All India Football Federation)-এর বর্ষসেরা ফুটবলারের তালিকা:
এদিকে, AIFF (All India Football Federation)-এর তরফে বর্ষসেরা মহিলা ফুটবলার হিসেবে নির্বাচিত করা হয়েছে ইন্ডিয়ান ওমেনস লিগজয়ী ইস্টবেঙ্গল দলের সদস্য সৌম্যা গুগুলোথকে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারতীয় মহিলা লিগের টপ স্কোরারের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন সৌম্যা। তিনি করেছিলেন ৯ টি গোল। অর্থাৎ, সামগ্রিকভাবে দেখতে গেলে শুক্রবার সামনে আনা AIFF-এর ভারত সেরা খেলোয়াড়দের তালিকায় মোহনবাগানের পুরুষ দলের মতো ইস্টবেঙ্গলের মহিলা ফুটবলাররাও দাপট দেখিয়েছেন।
পাশাপাশি, শ্রেষ্ঠ পুরুষ গোলরক্ষক হিসেবে বিবেচিত হয়েছেন মোহনবাগানের গোলরক্ষক বিশাল কাইথ। অন্যদিকে, ইস্টবেঙ্গলের মহিলা দলের গোলরক্ষক পানথোই চানু শ্রেষ্ঠ মহিলা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে এর আগে ইতিমধ্যেই গোল্ডেন গ্লাভস জিতেছিলেন বিশাল। পাশাপাশি, ইস্টবেঙ্গলের জার্সিতে ১৪ টি ম্যাচে ১০ বার গোল আটকেছেন চানু।
আরও পড়ুন: মুসলিমদের বিরুদ্ধে খুলেছিলেন মুখ! ভারতে ইউটিউব চ্যানেল “ব্লকড” হতেই গর্জে উঠলেন বাংলাদেশি ব্লগার
এছাড়াও, AIFF (All India Football Federation)-এর বর্ষসেরা প্রতিশ্রুতিমান ফুটবলারের পুরুষ বিভাগের পুরস্কার জিতেছেন এফসি গোয়ার মিডিও ব্রাইসন ফার্নান্দেজ। তিনি ইতিমধ্যেই ISL-এর মঞ্চে সেরা উদীয়মান ফুটবলার হিসেবে বিবেচিত হয়েছেন। এদিকে, মহিলাদের মধ্যে শ্রীভূমি ফুটবল দলের ডিফেন্ডার তোইজাম চানু এই পুরস্কার হাসিল করেন।
আরও পড়ুন: ভারতে নিষিদ্ধ হতেই পুড়ল কপাল! মাত্র ২৫ টাকা বিক্রয়মূল্য পাক অভিনেত্রীর, হইচই নেটমাধ্যমে
বর্ষসেরা কোচ কে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, জামশেদপুর এফসি-র কোচ খালিদ জামিল বর্ষসেরা কোচ হিসেবে বিবেচিত হয়েছেন। ইতিমধ্যেই ISL-এর মঞ্চে তিনি বারংবার নিজেকে প্রমাণ করেছেন। তিনি তাঁর কোচিংয়ে ISL-এর সেমিফাইনালে দলকে তোলার পর সুপার কাপের ফাইনালেও দলকে পৌঁছে দিয়েছেন। এদিকে, বর্ষসেরা মহিলা কোচ হিসেবে বিবেচিত হয়েছেন শ্রীভূমি মহিলা ফুটবল দলের কোচ সুজাতা কর।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: