‘পেটে দু পাত্তর পড়লেই…’ মদ্যপ হয়ে কী কাণ্ড করেছিলেন সলমন! গোপন কাণ্ড ফাঁস মিকার

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের খ্যাতনামা গায়কদের মধ্যে একজন মিকা সিং। সঙ্গীত কেরিয়ারে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। তেমনি আবার বলিউডের নায়ক নায়িকাদের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা দেখার মতো। বিশেষ করে সলমন খানের (Salman Khan) সঙ্গে গভীর বন্ধুত্ব রয়েছে ভাইজানের। সময় সুযোগ পেলেই তিনি পৌঁছে যান সলমনের ফার্ম হাউসে। অভিনেতার বহু ছবিতে গান গেয়েছেন তিনি। এমনকি সলমনের অনেক গোপন কথাও জানেন মিকা।

সলমনের (Salman Khan) ব্যাপারে মুখ খুললেন মিকা সিং

সম্প্রতি এক টক শোতে এসে সলমনের (Salman Khan) বিষয়ে মুখ খোলেন মিকা। ভাইজানের সঙ্গে তাঁর আলাদাই বন্ধন। ব্যক্তিগত ভাবে অভিনেতাকে চেনেন তিনি। অনেকটা কাছ থেকে দেখেছেন মানুষটাকে। ব্যক্তিগত জীবনে ঠিক কেমন সলমন (Salman Khan)? মিকা জানান, অভিনেতা নাকি দিনে একরকম আর রাতে আরেক রকম। তাঁর মুডের উপরেই সবটা নির্ভর করে। সলমনের মুড বোঝা কঠিন। তাঁর মুড ভালো থাকলে তিনি রাজা আর যদি মুড খারাপ থাকে, তবে নাকি তাঁর থেকে বড় গুন্ডা আর কেউ নেই।

Mika singh revealed Salman Khan secret

মদ্যপান করে কী করেন সলমন: এরপরেই ভাইজানের গোপনতম কথা ফাঁস করে দেন মিকা। মদ্যপান করলেই নাকি সলমন আলাদা মানুষ। পেটে দুপেগ রঙিন জল পড়লেই আর নিজের মধ্যে থাকেন না তিনি। তখন নাকি সবাইকেই নিজের প্রিয় বন্ধু ভাবতে শুরু করেন সলমন (Salman Khan)। জোরে জোরে হাসাহাসি, মজা করেন। একেবারে অন্য একটা মানুষ হয়ে যান তিনি। এমনকি মিকা জানান, একবার নাকি দু পেগ মদ খেয়ে নিজের ভাইদেরই চিনতে পারছিলেন না সলমন (Salman Khan)।

 আরো পড়ুন : মাধ্যমিকের মেধাতালিকায় জ্বলজ্বল করছে জেলার নাম, কোন জেলায় কোন স্কুলগুলি সেরার সেরা? দেখুন তালিকা

জাতে মাতাল তালে ঠিক: তবে মিকা বলেন, মজা করলেও মদ্যপ হয়ে কিন্তু কখনো হুঁশ হারান না সলমন (Salman Khan)। তিনি যে দেশের একজন গণ্যমান্য ব্যক্তি, নামকরা অভিনেতা সেটা কখনোই ভোলেন না তিনি। নিজের ব্যবহার সম্পর্কে সচেতন থাকেন সলমন। তবে রেগে গেলে ভাইজান ঠিক কেমন তা অবশ্য খোলসা করে বলেননি তিনি।

আরো পড়ুন: ১৫ জনের মৃত্যুতে নড়ল টনক? বড়বাজার কাণ্ড থেকে শিক্ষা নিয়েই শহরজুড়ে বন্ধ হচ্ছে সমস্ত রুফটপ রেস্তোরাঁ

প্রসঙ্গত, সলমনের রগচটা স্বভাবের কথা বলিউডের প্রায় সকলেই জানেন। রীতিমতো বদমেজাজি হিসেবে বদনামও রয়েছে তাঁর। আবার অনেকের মতে, মানুষটা নাকি আসলে খুবই দয়ালু। হৃদয়টা সোনা দিয়ে বাঁধানো তাঁর। তবে একথা স্পষ্ট যে, বলিউডের সদস্যরা সলমনের ভালো এবং খারাপ দুরকম রূপের সঙ্গেই পরিচিত।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X