বাংলা হান্ট ডেস্ক: ফের বাড়ছে তাপমাত্রা। তবে বৃষ্টিও চলবে। শনিবারও জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিকেলের দিকে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) কালবৈশাখীর প্রবল সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথায় কোথায় উঠবে ঝড়? দেখুন পূর্বাভাস।
বিকেলে ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গে | South Bengal Weather
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম-বেশি বৃষ্টি হবে। আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেই বিকেলের পর ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। বৃষ্টির পাশাপাশি ৩০- ৪০ আবার কোথাও ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।
ভিডিও দেখুন: https://youtu.be/uKL1pxsFk10?si=hsvvPPjSUR3Vt30z
শনিবার বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই। কলকাতাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি হবে না কোথাও।
বৃষ্টির জেরে গোটা রাজ্যেই তাপমাত্রা কমেছিল। বেশ কিছুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা মোটের উপর স্বাভাবিকের নিচে ছিল। তবে এবার ফের একবার তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে আগামী সপ্তাহ থেকে। আগামী ৮ মে পর্যন্ত ঝড়-বৃষ্টির পরিস্থিতি চলতে পারে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া।
আরও পড়ুন: বৈভব সূর্যবংশীর কেরিয়ারও কী ডুবে যাবে? দ্রাবিড়ের সময়ে এই ৩ তরুণ তারকার সাথেও হয়েছিল এমনটাই
এক নজরে উত্তরবঙ্গ (North Bengal Weather Update): উত্তরবঙ্গেও একইরকম আবহাওয়া থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে টানা। আজ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ঝড়-বৃষ্টির অধিক সম্ভাবনা। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা। তবে তাপমাত্রাও বাড়বে এর মধ্যে।