‘আমি সরকারেরই..,’ বিতর্কের মাঝে মুখ খুললেন দিলীপ ঘোষের ‘ছায়াসঙ্গী’ জিয়ারুল হক

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সংবাদ শিরোনামে বিজেপি নেতা দিলীপে ঘোষ (Dilip Ghosh)। আর দিলীপের হাত ধরেই লাইমলাইটে ‘হাইপ্রোফাইল’ দিলীপের ‘ছায়াসঙ্গী’ জিয়ারুল হক (Ziarul Haque)। গেরুয়া শিবিরেই হাজারো অভিযোগ এই জিয়ারুলকে নিয়ে। সম্প্রতি জিয়ারুউল হককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা অর্জুন সিং- ও। তাঁর দাবি, তৃণমূলের সঙ্গে গভীর যোগ রয়েছে এই ব্যক্তির। এবার সেই নিয়ে সরাসরি মুখ খুললেন খোদ জিয়ারুল।

শনিবার অর্জুন সিং চাঞ্চল্যকর দাবি করে বলেন, এই জিয়ারুল হক হল কুখ্যাত স্মাগলার বারিক বিশ্বাসের ডান হাত। আর বারিক বিশ্বাস হল তৃণমূল নেতা (বর্তমানে জেলবন্দি) শেখ জাহাজাহানের ঘনিষ্ঠ। প্রাক্তন সাংসদের দাবি, দিলীপ ঘোষই জিয়ারুলকে ব্যবস্থা করে দিয়েছেন।

Arjun Singh

জিয়ারুলের কি প্রতিক্রিয়া? Ziarul Haque

টিভি নাইন বাংলাকে জিয়ারুল বলেন, ‘ছ বছর ধরে আমি দিলীপ ঘোষের সঙ্গী। সরকারেরই দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি।’ বারিক বিশ্বাস প্রসঙ্গে জিয়ারুল বলেন, ‘ওঁর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। অর্জুন সিং প্রমাণ করতে পারবে যে আমার সঙ্গে বারিক বিশ্বাস বা তৃণমূলের কোনও সম্পর্ক আছে? তাহলে প্রমাণ করে দেখাক। তখন শাস্তির প্রসঙ্গ আসবে।’ যদি প্রমাণ করতে না পারে তাহলে কি হবে সেই প্রসঙ্গও তোলেন জিয়ারুল।

ভিডিও দেখুন: https://youtu.be/uKL1pxsFk10?si=hsvvPPjSUR3Vt30z

প্রসঙ্গত, জিয়ারুল হককে নিয়ে একাধিক বিস্ফোরক তথ্য সামনে এসেছে ইতিমধ্যেই। আইপিএল খেলা দেখা থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত সংস্থা পশ্চিমবঙ্গের রয়েছে সেই সব জায়গায় দিলীপবাবুর সঙ্গে আঠার মতো চিপকে রয়েছেন জিয়ারুল। ইতিমধ্যেই একাধিক ছবি প্রকাশ্যে এসেছে। এমনকি দিঘার জগন্নাথ মন্দিদের উদ্বোধনেও দিলীপের পাশে জ্বলজ্বল করছে জিয়ারুলের উপস্থিতি। সব জায়গায় এই জিয়ারুল হককে সঙ্গে করেই নিয়ে যাচ্ছেন দিলীপ।

আরও পড়ুন: অবশ্যম্ভাবী! এই প্রথম বার DA মামলার শুনানি নিয়ে বড়সড় ‘সুখবর’ দিল সুপ্রিম কোর্ট

দলের অন্দরেই খবর, জগন্নাথ মন্দিরে যাওয়ার ব্যাপারে মধ্যস্থতাকারীও নাকি এই ব্যক্তিই! বুধবার দিলীপ, মমতার সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছে জিয়ারুলকে। ইডেনের খেলা দেখতে যাওয়া থেকে তৃণমূল নেতাদের সাথে সাক্ষাৎ সবেতেই জিয়ারুল যোগ। শুধু কথায় না, ইতিমধ্যেই কথায় সমর্থনে বেশি কিছু ছবি সামনে এসেছে। যা নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X