শৌচালয়ের দেওয়ালে পাকিস্তানের পতাকা! তৎক্ষণাৎ অ্যাকশন পুলিশের, বনগাঁয় গ্রেফতার ২ জন

Published On:

শ তোলপাড়, পালটা আঘাতের অপেক্ষায় প্রহর গুনছেন সকলে, তখন চাঞ্চল্যকর ঘটনা ঘটল বনগাঁয় (Bongaon)। শৌচালয়ে পাকিস্তানের পতাকা আটকে রাখার অভিযোগে বনগাঁ থেকে দুজনকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। ধৃত চন্দন মালাকার (৩০) এবং প্রজ্ঞাজিৎ মণ্ডল (৪৫) সনাতনী একতা মঞ্চের সদস্য বলে জানা গিয়েছে।

পাকিস্তানের পতাকা লাগানোর অভিযোগে বনগাঁয় (Bongaon) গ্রেফতার ২

আকাইপুর রেলস্টেশনের কাছে একটি শৌচালয়ে পাকিস্তানের পতাকা লাগানোর অভিযোগে গ্রেফতার হন তাঁরা। তবে শুধুই প্রতিবেশী দেশের পতাকা লাগানোই নয়, তাঁদের উদ্দেশ্য আরো বড় কিছু ছিল বলে খবর পুলিশ সূত্রে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা উল্লেখ করে বনগাঁ (Bongaon) পুলিশের তরফে জানানো হয়, গোপালনগর পুলিশ থানার অন্তর্গত আকাইপুর রেলস্টেশনের পাশে একটি শৌচালয়ের ভেতরে দেওয়ালে একটি পাকিস্তানের পতাকা লাগানো অবস্থায় পাওয়া যায়।

Two people arrested in bongaon for pasting Pakistan flag

কী পরিকল্পনা ছিল ধৃতদের: ওই পোস্টেই পুলিশের তরফে আরো জানানো হয়েছে, ধৃত চন্দন মালাকার এবং প্রজ্ঞাজিৎ মণ্ডল স্বীকার করেছেন, ওই দেওয়ালে ‘হিন্দুস্তান মুর্দাবাদ এবং পাকিস্তান জিন্দাবাদ’ লেখার পরিকল্পনা ছিল তাঁদের। এলাকায় সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোই তাঁদের উদ্দেশ্য ছিল বলে নাকি জানিয়েছেন তাঁরা। বনগাঁ (Bongaon) পুলিশের তরফে আরো বলা হয়েছে, তদন্ত চলছে এ বিষয়ে। যারাই হিংসা, অশান্তি ছড়ানোর ছক কষবে তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না বলে লেখা হয়েছে পুলিশের তরফে।

আরো পড়ুন : ধর্ষণ একজন করলেও দোষী হিসেবে শাস্তি সবার প্রাপ্য, গণধর্ষণ মামলায় ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

কী জানাল পুলিশ: বনগাঁ (Bongaon) পুলিশ জেলার সুপার বলেন, নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় দুই অভিযুক্তকে। সীমান্ত লাগোয়া বনগাঁ এলাকায় তাঁদের সাম্প্রদায়িক অশান্তি তৈরির পরিকল্পনা ছিল বলে দাবি করা হয় পুলিশের তরফে। দুই অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিয়ে এর নেপথ্যে আর কারা যুক্ত রয়েছে তা তদন্ত করা হবে বলে জানানো হয়েছে।

আরো পড়ুন : ‘পার্টি আমি দাঁড় করিয়েছি, বাইরে থেকে এসে বড় বড় কথা!’ এবার বেজায় চটলেন দিলীপ, নিশানায় কে?

এদিকে এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। দুজন হিন্দুকে মিথ্যে অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X