এবার আরও শোচনীয় হবে “কাঙাল” পাকিস্তানের অবস্থা! বিরাট অ্যাকশন ভারতের

Published On:

বাংলা হান্ট ডেস্ক: গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর, পাকিস্তানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে পদক্ষেপ নিচ্ছে ভারত (India)। ওই প্রতিবেশী দেশটির বিরুদ্ধে ভারত বেশ কয়েকটি বিধিনিষেধও আরোপ করেছে। তবে, এবার পাকিস্তানের বিরুদ্ধে আরও একটি কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-কে পাকিস্তানকে দেওয়া ঋণ পর্যালোচনা করতে বলেছে। গত শুক্রবার ভারত সরকারের একটি সূত্র এই তথ্য জানিয়েছে।

এবার বড় অ্যাকশনের পথে ভারত (India):

সংবাদ সংস্থা রয়টার্সের মতে, পাকিস্তান গত বছর একটি বেলআউট প্রোগ্রামের আওতায় পাকিস্তান IMF থেকে ৭ বিলিয়ন ডলার পেয়েছে এবং মার্চ মাসে ১.৩ বিলিয়ন ডলারের নতুন জলবায়ু-সম্পর্কিত ঋণও তারা পেয়েছে। ওই দেশের ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির জন্য এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে, পাকিস্তানও জানিয়েছে যে, এই সাহায্যের প্যাকেজ তাদের অর্থনীতিকে স্থিতিশীল করেছে এবং ঋণখেলাপির ঝুঁকি এড়াতে সাহায্য করেছে।

The situation in Pakistan will be even more deplorable India.

পাকিস্তানকে গ্রে লিস্টে রাখার দাবি জানাল ভারত: ইতিমধ্যেই একটি সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে যে, ভারত (India) পাকিস্তানকে দেওয়া ঋণ নিয়ে IMF-এর কাছে উদ্বেগ প্রকাশ করেছে এবং এটি পর্যালোচনার দাবি জানিয়েছে। এর পাশাপাশি ভারত পাকিস্তানকে গ্রে লিস্টে রাখার আবেদনও জানিয়েছে। এমতাবস্থায়, যদি পাকিস্তানকে এই সাহায্য বন্ধ করে দেওয়া হয়, তাহলে নিশ্চিতভাবেই ওই দেশের অবস্থা শোচনীয় হয়ে পড়বে।

আরও পড়ুন: ৪৫ বছর ধরে ছিলেন বাংলায়! চন্দননগরে গ্রেফতার পাকিস্তানি নাগরিক, অবাক প্রতিবেশীরাও

একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে ভারত: প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ২৫ এপ্রিল ভারতীয় কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর হামলার পর ভারত (India) পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। এমতাবস্থায়, এই দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সামরিক সংঘাত দেখা দিতে পারে বলে আশঙ্কা রয়েছে। ভারত গুরুত্বপূর্ণ সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করেছে এবং উভয় দেশ একে অপরের বিমান সংস্থার জন্য তাদের আকাশসীমাও বন্ধ করে দিয়েছে। এছাড়াও ভারত পাকিস্তান থেকে সমস্ত আমদানি বন্ধ করেছে।

আরও পড়ুন: এবার কড়া অ্যাকশনের পথে BCCI! এশিয়া কাপ থেকে বাদ পড়বে পাকিস্তান? কী জানালেন গাভাস্কার?

পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার বিষয়ে পাকিস্তান কী জানিয়েছে: এই হামলার পরিপ্রেক্ষিতে ভারত (India) ৩ জন জঙ্গিকে চিহ্নিত করেছে। যাদের মধ্যে ২ জন পাকিস্তানি নাগরিক এবং তাদের সন্ত্রাসবাদী হিসেবে বিবেচিত করা হয়েছে। তবে, পাকিস্তান এই হামলায় যুক্ত থাকার বিষয়টিকে অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X