প্রথম সপ্তাহে নন্দনে ব্রাত্য ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’, এবারও খালি হাতেই ফিরতে হবে মিঠুনকে?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : একটা লম্বা সময় বাংলা ছবি থেকে দূরত্ব বজায় রাখার পর ‘প্রজাপতি’র হাত ধরে টলিউডে ফিরেছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ঊর্দ্ধে উঠে মহাগুরুর সঙ্গে কাজ করেছিলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। দুর্দান্ত ব্যবসা করেছিল ছবিটি। কিন্তু অদ্ভূত ভাবে নন্দনে জায়গা পায়নি প্রজাপতি। যেখানে স্বয়ং রাজ্যের শাসক দলের সাংসদ রয়েছেন মুখ্য চরিত্রে, সেই ছবি কেন ব্রাত্য থেকে গেল নন্দনে? উঠেছিল প্রশ্ন। এমনকি বিরোধীরা এর মধ্যে রাজনীতির গন্ধও পেয়েছিলেন।

নন্দনে জায়গা পাচ্ছে না মিঠুনের (Mithun Chakraborty) ছবি

পরবর্তীতে মিঠুনের (Mithun Chakraborty) আরো দুটি ছবি জায়গা পায়নি নন্দনে। ‘কাবুলিওয়ালা’, ‘শাস্ত্রী’র মতো ছবি দেখানো হয়নি নন্দনে। এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা করছেন পরিচালক, প্রযোজকরা। চলতি সপ্তাহেই মুক্তি পেয়েছে ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’। কিন্তু প্রথম সপ্তাহে নন্দনে জায়গা করে নিতে পারেনি ছবিটি।

Mithun Chakraborty movie didn't get slot in nandan

প্রথম সপ্তাহে হয়নি জায়গা: যদিও এমনটা নয় যে সব ছবি প্রথম সপ্তাহেই জায়গা পেয়ে যায় নন্দনে। বাংলা বক্স অফিসের ক্ষেত্রে বরাবর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নন্দনকে। বর্তমানে নন্দন ১ এ চলছে ‘কিলবিল সোসাইটি’, ‘দুর্গাপুর জংশন’, ‘পুরাতন’ ছবিগুলি। অন্যদিকে নন্দন ২ তে চলছে ‘হাঙ্গামা ডট কম’, ‘আড়ি’, ‘অন্নপূর্ণা’র মতো ছবি। প্রথম সপ্তাহ পেরিয়ে দ্বিতীয় সপ্তাহে কি এই তালিকায় নাম লেখাতে পারবে মিঠুনের (Mithun Chakraborty) শ্রীমান ভার্সেস শ্রীমতী? স্বাভাবিক ভাবেই উঠছে প্রশ্ন।

আরো পড়ুন : শৌচালয়ের দেওয়ালে পাকিস্তানের পতাকা! তৎক্ষণাৎ অ্যাকশন পুলিশের, বনগাঁয় গ্রেফতার ২ জন

আগেও উঠেছে অভিযোগ: এর আগে মিঠুনের (Mithun Chakraborty) একাধিক ছবি নন্দনে জায়গা করতে না পারায় রাজনৈতিক মহলেও কটাক্ষ পালটা কটাক্ষ চলেছিল। বিরোধী দলের অভিযোগ ছিল, মিঠুন তৃণমূল বিরোধী হওয়ায় এবং প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর সমালোচনা করাতেই নাকি তাঁর ছবির জায়গা হচ্ছে না নন্দনে।

আরো পড়ুন : ‘পহেলগাঁওতে যখন প্যান্ট খোলানো হয়েছিল…’, ফের বিষ্ফোরক সোনু! কন্নড়-কাণ্ড নিয়ে স্পষ্ট জবাব গায়কের

উল্লেখ্য, নন্দন থেকে এক একটি ছবি হেসে খেলে কয়েক লক্ষ টাকা ব্যবসা করতে পারে। কিন্তু মিঠুন ছবিতে থাকা মানে পরিচালক প্রযোজকরা একরকম বাদের খাতাতেই রাখছেন নন্দনকে। সেই খরা কি এবার কাটবে শ্রীমান ভার্সেস শ্রীমতীর হাত ধরে? উত্তরের অপেক্ষায় দর্শকরাও।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X