দুই নায়িকাতেই হিমশিম, শাক্যজিতের জীবনে নতুন টুইস্ট আনতে এন্ট্রি এই অভিনেত্রীর!

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সবে মাস খানেক হল জি বাংলার পর্দায় পথচলা শুরু করেছে ”তুই আমার হিরো’ (Serial)। সুপারস্টার শাক্যজিৎ এবং এক সাধারণ মেয়ৈ আরশির গল্প তুলে ধরছে এই সিরিয়াল। গল্পের এখনো পর্যন্ত যা দেখানো হয়েছে, মধুবনীর প্ল্যানে সায় দিয়ে আরশিকে বিয়ে করেন শাক্যজিৎ। যদিও তা পুরোটাই ভাঁওতা। সবার সামনে সুখী জুটি হিসেবে ধরা দিলেও আদতে ছয় মাসের জন্য চুক্তির বিয়েতে রাজি হয় আরশি।

নতুন চরিত্র পা রাখছে ‘তুই আমার হিরো’ সিরিয়ালে (Serial)

দুই নায়িকাকে নিয়ে নায়কের কার্যত মাথায় হাত পড়ার অবস্থা সিরিয়ালে (Serial)। এর মাঝেই ধারাবাহিকে পা রাখতে চলেছে আরো এক নতুন চরিত্র। সিরিয়ালে নিত্যনতুন চরিত্রের আগমন হতেই থাকে। বিশেষ করে ধারাবাহিক নতুন নতুন শুরু হলে গল্পের বিভিন্ন দিক তুলে আনতে প্রয়োজন হয় নতুন চরিত্রদের।

New actress entry in tui amar hero serial

কোন অভিনেত্রীকে দেখা যাবে: জানা যাচ্ছে, এবার তুই আমার হিরো ধারাবাহিকে (Serial) এন্ট্রি নিতে চলেছে নতুন চরিত্র বৃষ্টি। জানা গিয়েছে, শাক্যজিতের এক বড় ভক্ত হিসেবে দেখা যাবে বৃষ্টি চরিত্রটিকে, যে প্রিয় নায়কের বিয়ের খবর শুনে উন্মাদ প্রায় হয়ে ওঠে। তবে জানা যাচ্ছে, এটি একটি ক্যামিও চরিত্র হতে চলেছে।

 আরো পড়ুন : ‘পহেলগাঁওতে যখন প্যান্ট খোলানো হয়েছিল…’, ফের বিষ্ফোরক সোনু! কন্নড়-কাণ্ড নিয়ে স্পষ্ট জবাব গায়কের

চরিত্রটি নিয়ে মুখ খুললেন নায়িকা: বৃষ্টি চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অস্মিতা চক্রবর্তীকে। তিনি জানান, মাত্র দুদিনেরই শুট ছিল তাঁর। তবে পরবর্তীতে চরিত্রটি আবারও সিরিয়ালে (Serial) ফিরবে কিনা তা এখনই বলা সম্ভব নয়। অস্মিতা এই মুহূর্তে অভিনয় করছেন জি বাংলারই ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালে (Serial)।

আরো পড়ুন : প্রথম সপ্তাহে নন্দনে ব্রাত্য ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’, এবারও খালি হাতেই ফিরতে হবে মিঠুনকে?

প্রসঙ্গত, প্রথম থেকেই ভালো টিআরপি তুলছে তুই আমার হিরো। বিপরীতে স্টার জলসার ‘তেঁতুলপাতা’র থেকে এ সপ্তাহেও স্লট ছিনিয়ে নিয়েছে ধারাবাহিকটি। সদ্য শুরু হওয়ায় গল্প ধীরে ধীরে জমতে শুরু করেছে। আগামীতে সিরিয়ালটি আরো টিআরপি তুলবে বলেই আশা করে রয়েছেন দর্শকরা।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X