নিজের পাতা ফাঁদেই পা ফেলল পাকিস্তান, পাক রেঞ্জার্স আটক হতেই এবার ‘মুক্তি’ পাবেন পূর্ণম?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কাশ্মীরে জঙ্গি হামলার জেরে উত্তপ্ত দুই দেশের মধ্যেকার পরিস্থিতি (India-Pakistan)। এরই মধ্যে রাজস্থানে ভারত-পাক সীমান্তে বিএসএফের হাতে আটক হয়েছেন পাকিস্তানি রেঞ্জার (Pakistani ranger)। শনিবার রাতে আটক করা হয়েছে তাঁকে। সূত্রের খবর সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ওই পকিস্তানি জওয়ানকে পাকড়াও করে BSF।

নিজের পাতা ফাঁদেই পা ফেলল পাকিস্তান | India-Pakistan

উল্লেখ্য, সম্প্রতি পাক রেঞ্জার্সের হাতে আটক হন ভারতীয় বিএসএফ জওয়ান (BSF Jawan)। ভুল করে সীমান্তের ওপারে চলে যাওয়ায় জওয়ানকে আটক করে রেখেছে পাকিস্তান। বৈঠকের পর বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। পশ্চিমবঙ্গের হুগলির বাসিন্দা জওয়ান পূর্ণম সাউ এখনও পাকিস্তানের কবজায়। এর মধ্যে এবার পাক রেঞ্জারের গ্রেপ্তারির ঘটনা কূটনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পূর্ণমের ছাড়া পাওয়ার সম্ভাবনা জোড়ালো হচ্ছে।

ভিডিও দেখুন: https://youtu.be/uKL1pxsFk10?si=hsvvPPjSUR3Vt30z

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিলেন অভিযুক্ত ওই পাক জওয়ান। ধরা পড়তেই বিএসএফকে গালিগালাজ করে ওই রেঞ্জার। এর পরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এদিকে রেঞ্জরের আটক হওয়ার খবরে টনক নড়ে গেছে পাকিস্তানের।

নিজেদের জওয়ানকে ছাড়া পেতে শনিবারই ফ্ল্যাগ মিটিংয়ে বসে দুই দেশের সেনা। আটক হওয়া জওয়ানের মুক্তির দাবি করে পাকিস্তান। যদিও বিএসএফ তা শুনতে নারাজ। প্রসঙ্গত, এর আগে পূর্ণম সাউকে ছাড়াতে দুই দেশের সেনার মধ্যে একাধিক ফ্ল্যাগ মিটিং হলেও পূর্ণমকে মুক্তি দেয়নি পাকিস্তান। এই আবহে এবার নিজের পাতা ফাঁদেই পা ফেলল পাকিস্তান।

আরও পড়ুন: যোগী স্টাইলে! এবার বাংলায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল এই নেতার কার্যালয়

পূর্ণমের আটক হওয়ার বিষয়ে BSF কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের ঘটনা অস্বাভাবিক কিছু নয় এবং দুই দেশের সীমান্তে এর আগেও এমন ঘটনা ঘটেছে। উল্লেখ্য, সেনা বা অসামরিক নাগরিকদের তরফে ভুলবশত সীমান্ত পার করা নতুন নয়। প্রোটোকল মেনে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে ভুলবশত কেউ চলে এলে তাঁকে নিজ দেশে ফিরিয়ে দেওয়াই নিয়ম। তবে নিয়ম মানতে চায়নি পাকিস্তান। আর এবার নিয়ম ভঙ্গ করে খোদ বিপাকে পড়ল প্রতিবেশী দেশ।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X