বাংলাহান্ট ডেস্ক : পহেলগাঁও হামলার পর থেকে পাকিস্তানের (India-Pakistan) উপরে একের পর এক প্রত্যাঘাত করে চলেছে ভারত। পাকিস্তানকে সব দিক থেকে চাপে রাখতে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত। বাতিল করা হয়েছে পাকিস্তানিদের ভিসা। বিনোদুনিয়াতেও পড়েছে বড়সড় প্রভাব। পালটা ভারতের সঙ্গে সমস্ত রকম বাণিজ্য বন্ধ করার কথা ঘোষণা করেছে পাকিস্তান (India-Pakistan)। নয়াদিল্লিও অবশ্য হাত গুটিয়ে বসে নেই। ইসলামাবাদের সঙ্গে প্রত্যক্ষ, পরোক্ষ সবরকম বাণিজ্য বন্ধ করার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে সরকার।
ভারত এবং পাকিস্তানের (India-Pakistan) মধ্যে বন্ধ সমস্ত বাণিজ্য
উল্লেখ্য, প্রতিবেশী এই দেশ বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে ভারতের উপরে নির্ভরশীল। প্রতি বছর কোটি কোটি টাকার পণ্য এদেশ থেকে আমদানি করে থাকে পাকিস্তান। অবশ্য ভারতও বেশ কিছু পণ্য কিনে থাকে পাকিস্তানের (India-Pakistan) থেকে। তবে রিপোর্ট বলছে, টাকার অঙ্কে তা তুলনামূলক ভাবে অনেকটাই কম। কী কী পণ্যের বাণিজ্য হয় দুই দেশের মধ্যে? আমদানি রপ্তানি বন্ধ থাকায় বেশি প্রভাবই বা পড়বে কার উপরে?
পাকিস্তান থেকে কী কী আমদানি করে ভারত: পাকিস্তান (India-Pakistan) থেকে মূলত তুলো, তামা, ফল, খনিজ তেল, নুন, প্লাস্টিকের উপকরণ, সালফার, চামড়া আমদানি করে থাকে ভারত। সরকারি রিপোর্ট বলছে, ২০২৪ সালে পাকিস্তানের থেকে মোট ২.৮৯ লক্ষ টাকার প্লাস্টিকের সরঞ্জাম কিনেছে ভারত। এছাড়াও প্রায় ১৫.১৬ লক্ষ টাকার তুলো, ১১.৩৩ লক্ষ টাকার খেলনা, বৈদ্যুতিক উপকরণ, ধাতব আকরিক, যন্ত্রপাতিও আমদানি করা হয়েছে পড়শি দেশের থেকে। তার আগে ২০২৩ সালের রিপোর্ট বলছে, প্রায় ৩ কোটি টাকার বিভিন্ন ভোজ্য বস্তু পাকিস্তানের (India-Pakistan) থেকে কিনেছে ভারত। পাশাপাশি নুন, সিমেন্ট, সালফার, চুন কিনতে খরচ হয়েছে প্রায় ৮৪.১০ লক্ষ টাকা।
আরো পড়ুন : দুই নায়িকাতেই হিমশিম, শাক্যজিতের জীবনে নতুন টুইস্ট আনতে এন্ট্রি এই অভিনেত্রীর!
ভারতের থেকে কী কী কেনে পাকিস্তান: যদিও পাকিস্তানের (India-Pakistan) বাণিজ্য পরিসংখ্যান বলছে, অনেক বেশি টাকার পণ্য তারা আমদানি করেছে ভারতের থেকে। এই তালিকায় একেবারে প্রথম দিকেই রয়েছে ওষুধ এবং চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম। পাশাপাশি দুগ্ধজাত পণ্য, সবজি, বিভিন্ন রাসায়নিকও পাকিস্তানকে (India-Pakistan) রপ্তানি করে ভারত। ২০২৪ সালের পরিসংখ্যান বলছে, ভারতের থেকে প্রায় ১৩৮৮ কোটি টাকার জৈব রাসায়নিক কিনেছে পাকিস্তান। সেই সঙ্গে ১০২২ কোটি টাকার ওষুধ, প্রায় ৪১ কোটি টাকার প্লাস্টিক উপকরণ, ৩৯ কোটি টাকা মূল্যের বিভিন্ন অজৈব রাসায়নিক, ২২ কোটির টাকার খনিজ জ্বালানি, রাসায়নিক উপকরণ ভারতের থেকে আমদানি করেছে পড়শি রাষ্ট্র।
আরো পড়ুন : যোগী স্টাইলে! এবার বাংলায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল এই নেতার কার্যালয়
উল্লেখ্য, এর আগে পুলওয়ামা হামলার পরেও ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছিল পাকিস্তান। সে সময় থেকেই পাকিস্তানের থেকে আমদানি কমিয়ে বিকল্প পথ খুঁজে নেয় ভারত। পরবর্তীতে নিষেধাজ্ঞা শিথিল হতেই আবারও ভারতের থেকে আমদানি বাড়ায় পাকিস্তান। কিন্তু ভারতের ক্ষেত্রে ব্যাপারটা হয় উলটো। আর এবার পরিসংখ্যান থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে, ভারতের উপরে বিভিন্ন ক্ষেত্রে কতটা নির্ভরশীল পাকিস্তান। এমতাবস্থায় বাণিজ্য বন্ধ হওয়াতে বড় বিপাকে পড়বে ইসলামাবাদ। তবে সমস্ত রকম বাণিজ্য বন্ধ করার ঘোষণা করে নয়াদিল্লির তরফে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা এবং সরকারি নীতির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।