বাংলা হান্ট ডেস্ক: গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটে। যেখানে প্রাণ হারান ২৬ জন। নিহতদের মধ্যে অধিকাংশজনই ছিলেন পর্যটক। এদিকে, ওই নৃশংস হামলায় ইতিমধ্যে পাক জঙ্গি গোষ্ঠীর যুক্ত থাকার খবর মিলেছে। এমতাবস্থায়, পড়শি দেশ পাকিস্তানের সাথেও ভারতের (India) সম্পর্ক যথেষ্ট প্রভাবিত হয়েছে।
কড়া অ্যাকশন ভারতের (India):
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল যে, পাকিস্তানকে যোগ্য জবাব দিতে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করেছে ভারত (India)। যার ফলে প্রত্যক্ষভাবে প্রভাবিত হবে পড়শি দেশ। সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করা থেকে শুরু করে পাকিস্তান থেকে সব ধরনের আমদানিও নিষিদ্ধ করা হয়েছে। সামগ্রিকভাবে দেখতে গেলে ১২ দিনে ১২ টি কড়া পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
প্রথমেই জানিয়ে রাখি যে, পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পরেই সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু তাই নয়, বন্ধ করে দেওয়া হয় আটারী সীমান্তও। এর পাশাপাশি বাতিল করা হয় পাকিস্তানিদের ভিসা (দীর্ঘমেয়াদি এবং কূটনৈতিক ভিসার ক্ষেত্রে ছাড়)। এছাড়াও, দিল্লিতে স্থিত পাক দূতাবাসের সামরিক উপদেষ্টাদের “অবাঞ্ছিত” হিসেবে ঘোষণা করা থেকে শুরু করে ভারতে (India) পাক দূতাবাসের কর্মীসংখ্যা ৫৫ থেকে কমানো হয়েছে ৩০-এ।
আরও পড়ুন: ১৪ বছরের বৈভব সূর্যবংশী টিম ইন্ডিয়ায় করতে পারবেন না ডেবিউ! অবাক করবে কারণ
এদিকে, পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চেও বারংবার নিশানা করেছে ভারত। পাকিস্তানি বিমানের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আকাশসীমাও। এর পাশাপাশি ভারতের (India) “ডিজিটাল স্ট্রাইক”-এর সম্মুখীন হয়েছে পড়শি দেশ। যার মাধ্যমে পাকিস্তানের বিশিষ্ট ব্যক্তিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট “ব্লক” করার পাশাপাশি পাকিস্তানের বিভিন্ন ইউটিউব চ্যানেল “ব্যান” করা হয়েছে।
আরও পড়ুন: বাড়ি থেকে ঢিলছোঁড়া দূরত্বে বিজেপির সাংগঠনিক বৈঠক! ডাক পাবেন না দিলীপ?
এছাড়াও, পাকিস্তানের অর্থনীতিতে বড়সড় ঝটকা দেওয়ার ক্ষেত্রেও বড় পদক্ষেপ গ্রহণ করেছে নয়াদিল্লি। ইতিমধ্যেই পাকিস্তান থেকে ভারতে (India) সব ধরনের আমদানি বন্ধ করা হয়েছে। ভারতের বন্দরে পাকিস্তানি জাহাজের প্রবেশের ক্ষেত্রেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। পাশাপাশি এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে, পাকিস্তান থেকে ডাক মারফত পাঠানো চিঠি বা পার্সেল গ্রহণ করবেনা ভারত। অর্থাৎ, এই হামলার পর পাকিস্তানকে কোণঠাসা করতে ভারত এমন কিছু পদক্ষেপ গ্রহণ করেছে যেগুলি দীর্ঘমেয়াদী ভিত্তিতেও যথেষ্ট প্রভাবিত করবে পড়শি দেশকে।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: