বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি ওয়াকফ আইনের বিরোধিতায় (Waqf Protest) উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ (Murshidabad) মালদার বিস্তীর্ণ এলাকা। হিংসার ঘটনায় চলে গিয়েছে একাধিক প্রাণ। এখনও সম্পূর্ণরূপে শান্তি ফেরেনি। ঘরছাড়া বহু হিন্দু। এরই মধ্যে মুর্শিদাবাদে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ (Presidents Rule Proposal) করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose,)।
রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ রাজ্যপালের | Waqf Protest
সম্প্রতি মুর্শিদাবাদের পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে গিয়েছিলেন রাজ্যপাল বোস। এবার মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তির পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ। যা অত্যন্ত উল্লেখযোগ্য বলেই মনে করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্টও দেওয়া হয়েছে।
ভিডিও দেখুন: https://youtu.be/69KS2m13HuI?si=879t597fC-t-1E8c
রিপোর্টে দাবি, ‘মুর্শিদাবাদে অশান্তির গোটা ঘটনা পূর্বপরিকল্পিত, এবং স্থানীয় প্রশাসনের ব্যর্থতা। ধর্মীয় পরিচয়ের ক্ষেত্রে রাজনৈতিক শোষণ করা হয়েছে। রাজভবনের তরফে পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে রিপোর্টে গিয়েছে দিল্লিতে। উল্লেখ্য, ওয়াকফ আইন নিয়ে মুর্শিদাবাদের সুতি, সামশেরগঞ্জ এলাকায় ব্যাপক অশান্তির ঘটনা ঘটে। এবার রাজ্যের সব বাসিন্দার সাংবিধানিক অধিকার এবং নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে কড়া পদক্ষেপের সুপারিশ।
রাজভবনের সুপারিশ, রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়লে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। রাজ্যের প্রশাসনিক ব্যর্থতা নিয়ে তদন্তের সুপারিশ। মুর্শিদাবাদ ও মালদাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন ও নজরদারি বাড়ানোর সুপারিশও করা হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হলে ‘৩৫৬ লাগুর সুপারিশ’ রাজভবনের তরফে। উল্লেখ্য, আগামীকাল সোমবারই মুর্শিদাবাদ যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। তার ঠিক আগেই ‘রাষ্ট্রপতি শাসন’ জারির সুপারিশ নিঃসন্দেহে আলাদা মাত্রা যোগ করল।