বাংলাহান্ট ডেস্ক : বিজেপির অন্দরে চাপা উত্তেজনা ক্রমেই মাথাচাড়া দিয়ে উঠছে। ইদানিং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিরুদ্ধে দলের অন্দরেই ক্ষোভ জন্ম নিয়েছে। বিশেষ করে সম্প্রতি দিঘা জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে বিক্ষোভের মুখে পড়েছেন তিনি। এবার পালটা বঙ্গ বিজেপির একাধিক নেতার স্বরূপ প্রকাশ করার হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ(Dilip Ghosh) । সেই সঙ্গে অর্জুন সিংয়ের সঙ্গে কয়লা মাফিয়া লালার যোগ রয়েছে বলেও কটাক্ষ শানিয়েছেন দিলীপ ঘোষ।
অর্জুন সিংকে পালটা তোপ দিলীপের (Dilip Ghosh)
সাম্প্রতিক সময়ে দিলীপ ঘোষের ?বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে বিজেপির একাধিক নেতা, বিধায়কদের। এই তালিকায় এবার নাম লিখিয়েছেন অর্জুন সিংও। শনিবার তিনি কটাক্ষ করেন, দিলীপ ঘোষ (Dilip Ghosh) যাঁর সঙ্গে ঘুরছেন, সেই জিয়ারুল হক নাকি আদতে স্মাগলার বারিক বিশ্বাসের ডান হাত। এই বারিক বিশ্বাস আবার নাকি তৃণমূলের শেখ শাজাহানের সাগরেদ বলেও দাবি করেন তিনি। রবিবার এর পালটা দিলেন দিলীপ ঘোষ।
কী উত্তর দিলেন দিলীপ: অভিযোগের উত্তরে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, পরিচিত বা দলের সমর্থক, সমাজের এমন বিশিষ্ট মানুষদের নাম বিভিন্ন কমিটির জন্য সুপারিশ করা হয়। জিয়ারুল হককে তিনি অনেকদিন ধরে চেনেন বলেও দাবি করেন। তারপরেই দিলীপের (Dilip Ghosh) খোঁচা, ‘এবার তিনি কার সঙ্গে যুক্ত, সমাজবিরোধী কাজ করলে শাস্তি পেতে হবে’।
আরো পড়ুন : ভারতকে ছাড়া চলে না, বাণিজ্য বন্ধ হতে দুর্বিপাকে পাকিস্তান, কী কী আমদানি-রপ্তানি হয় দুই দেশের?
অর্জুনকে পালটা দিলীপ: অর্জুন সিং এর দাবির প্রসঙ্গ টেনেই পালটা প্রশ্ন রেখেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh), ‘উনি (অর্জুন সিং) কী করে জানলেন যে বারিক বিশ্বাসের সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর? আমি যদি বলি, লালার সঙ্গে ওঁর যোগাযোগ রয়েছে? নিয়মিত টাকা নেয়?’ দিলীপ আরো বলেন, শুট আউটে নিহত দুর্গাপুরের রাজুকে তিনিই যোগ দিইয়েছিলেন দলে। তিনি নিজে কোনো মাফিয়ার সঙ্গে যোগাযোগ রাখেন না বলে স্পষ্ট করে দিয়েছেন দিলীপ ঘোষ।
এরপরেই তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতাদের কটাক্ষ শানিয়ে দিলীপ ঘোষের তীব্র কটাক্ষ, কে পাথরের মূর্তি বিক্রি করে, কে বলির খাদাওষষন খোঁজে হব তথ্যই তাঁর কাছে রয়েছে। অর্জুনের মন্তব্যের পালটা নিচ্ছে দিলীপের হুঁশিয়ারি, ওখান (তৃণমূল) থেকে সরে ব্যাগেজ বোঝা নিয়ে এসেছে। তৃণমূল থেকে যাঁরা দল বদলে এসেছেন তাঁদের কটাক্ষ শানান দিলীপ।