বাংলা হান্ট ডেস্কঃ ২৬০০০ চাকরি বাতিল (SSC Scam) রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার (West Bengal Government) এবং স্কুল সার্ভিস কমিশন। তাহলে কি ফিরবে সকলের চাকরি। ক্ষীণ আশা চাকরিহারাদের মনে। তবে কিন্তু রাজ্য সরকারের এই পদক্ষেপকে বিশেষ গুরুত্ব দিলেন না বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। উল্টে তার কথা, ‘এই পদক্ষেপে আরও কিছু সরকারি অর্থ জলে দেওয়া ছাড়া কোনও লাভ হবে না।’
কি প্রতিক্রিয়া বিকাশরঞ্জনের? Bikash Ranjan Bhattacharya
আইনজীবী বলেন, ‘এসব করে লাভের লাভ কিছুই হবে না। এটা অনুষ্ঠানিকতা। শুধুমাত্র চাকরিহারাদের বোকা বানাতে, তাদের বিক্ষোভ প্রসমনে এই আবেদন করেছে রাজ্য সরকার। তার সংযোজন, ‘ইতিমধ্যেই রাজ্য সুপ্রিম কোর্টে জানিয়েছে যে তারা ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগপ্রক্রিয়া শেষ করবে। নোটিফিকেশন হবে বলা হয়েছে। আদালত রাজ্যের হলফনামাও তলব করেছে। এই সময়ে দাঁড়িয়ে এই পুনর্বিবেচনার আর্জি সরকারি টাকা নষ্ট ছাড়া কিছুই নয়।’
প্রসঙ্গত, আগেই এই পদক্ষেপের কথা জানিয়েছিল SSC. এবার রায় ঘোষণার এক মাসের মাথায় পুনর্বিবেচনার আর্জি জানাল হল শীর্ষ আদালতে। আগামী ৮ মে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। আগামী বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলা শুনানির জন্য উঠবে।
নিয়োগ দুর্নীতির জেরে গত এপ্রিল মাসে এসএসসি ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এক ধাক্কায় যোগ্য, অযোগ্য মিলিয়ে চাকরি গিয়েছে ২৫৭৩৫ জনের। গোটা প্যানেল বাতিল হওয়ায় রাজ্যের শিক্ষা ব্যবস্থা চরম অনিশ্চয়তার মধ্যে এসে দাঁড়িয়েছে। চাকরি ফিরে পেতে আন্দোলনে নেমেছেন শিক্ষক-শিক্ষাকর্মীরা। রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলেছেন তারা।
ভিডিও দেখুন: https://youtu.be/IvFqRtqPU3M?si=uATxbjJA0CITY8KA
রাজ্য সরকার ও এসএসসি আগেই জানিয়েছিল, পুরো রায় পুনর্বিবেচনার আর্জি (রিভিউ পিটিশন) জানানো হবে সুপ্রিম কোর্টে। সেইমতো আবেদন জানাল রাজ্য। যদিও মূল মামলাকারীদের আইনজীবীদের মতে পুনর্বিবেচনার আর্জি খারিজ হওয়ার সম্ভাবনা প্রবল।