বাংলাহান্ট ডেস্ক : মাস খানেক আগেও তাঁর নামে দেশজুড়ে চলছিল ছিছিক্কার। ইউটিউব জগতের অত্যন্ত জনপ্রিয়, প্রভাবশালী মুখ রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia) একটি কারণে খুইয়ে বসেছিলেন সমস্ত খ্যাতি, সমর্থন। ‘ইন্ডিয়াজ গট লেটেন্ট’ শোতে বাবা মায়ের ‘যৌনতা’ নিয়ে কুরুচিপূর্ণ রসিকতা করে বড় বিপর্যয় ডেকে এনেছিলেন তিনি। আদালত পর্যন্ত গড়িয়েছিল বিষয়টা। শীর্ষ আদালতেও ধিক্কারের মুখে পড়েছিলেন রণবীর (Ranveer Allahbadia)। তবে পরিস্থিতি এখন অনেকটাই পরিবর্তিত। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন রণবীর। আর এবার আবারও এক বড় মাইলফলক অতিক্রম করলেন তিনি।
তীব্র বিতর্কের মুখে পড়েছিলেন রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia)
ভারতীয় ইউটিউব জগতের প্রথম সারির তারকা রণবীর। তাঁর পডকাস্ট শোয়ের জনপ্রিয়তা বরাবরই থাকে চড়া। বিনোদুনিয়ার নামজাদা তারকাদের পাশাপাশি ক্রীড়া জগতের, রাজনৈতিক জগতের ব্যক্তিত্বদেরও সাক্ষাৎকার নিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়েছেন সেরা ক্রিয়েটর অ্যাওয়ার্ড। সেই রণবীরেরই (Ranveer Allahbadia) এমন অধঃপতনে চমকে উঠেছিলেন অনেকে। ছিছিক্কারও শুনতে হয়েছে প্রচুর।
দুর্ধর্ষ কামব্যাক ইউটিউবারের: সবথেকে বড় কথা, সম্মান হারানোর পাশাপাশি সাবস্ক্রাইবারও খুইয়েছিলেন তিনি। তবে খারাপ সময় কাটতেই আবার কামব্যাক করলেন রণবীর (Ranveer Allahbadia)! বুঝিয়ে দিলেন, পুরোপুরি ফুরিয়ে যাননি তিনি। ইউটিউবের তরফে ডায়মন্ড প্লে বাটন পেয়েছেন রণবীর। যেসব ইউটিউব চ্যানেলগুলি ১ কোটি সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করে তারাই পেয়ে থাকে এই বিশেষ ডায়মন্ড প্লে বাটন। যেকোনো ইউটিউবারের কাছেই এই বাটনের গুরুত্ব অপরিসীম। রণবীরও (Ranveer Allahbadia) ব্যতিক্রম নন।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সুখবর: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে এই সুখবর ভাগ করে নিয়েছেন রণবীর (Ranveer Allahbadia)। সেখানে তাঁকে দেখা যায় ধীরে ধীরে ডায়মন্ড প্লে বাটনটি সকলের সামনে আনতে। সেই সঙ্গে ইউটিউব প্ল্যাটফর্মে তাঁর ১০ বছরের সফরের কিছু মুহূর্তও উঠে এসেছে এই ভিডিওতে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ওয়াডালার একটি ছোট্ট ছেলে এদিনের স্বপ্ন দেখেছিল। বড় স্বপ্ন দেখো। এই দশ বছরের জন্য ধন্যবাদ’। অপর একটি পোস্টে তিন ধরণের প্লে বাটন নিয়েও পোজ দিতে দেখা গিয়েছে রণবীরকে (Ranveer Allahbadia)।
আরো পড়ুন : জায়গা পালটেও রেহাই নেই, এবার পুলিশি হেনস্থার মুখে মুর্শিদাবাদের নিহতদের পরিবার! অভিযোগ ঘিরে শোরগোল
গত ফেব্রুয়ারি মাসে ইন্ডিয়াস গট লেটেন্ট শোতে বিতর্কিত মন্তব্যের জেরে সব দিক দিয়ে কার্যত কোণঠাসা হয়ে পড়েছিলেন রণবীর। তাঁর পডকাস্টে জারি হয়েছিল সাময়িক নিষেধাজ্ঞা। এমনকি রণবীরের পাসপোর্টও আটক করা হয়েছিল। পরবর্তীতে অবশ্য এই দুই নিষেধাজ্ঞাই উঠে যায়। সুপ্রিম কোর্টের অনুমতি পেতেই এয়ারপোর্ট থেকে ছবি শেয়ার করেছিলেন রণবীর। এটাকে নিজের ‘নবজন্ম’ হিসেবেই দেখছেন তিনি।