একটানা ১৫ ঘণ্টা ধরে সাংবাদিক সম্মেলন! অনন্য রেকর্ড গড়লেন ভারতের এই পড়শি দেশের রাষ্ট্রপতি

Published On:

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, প্রতিবেশী দেশ মলদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু (President Record) রবিবার প্রায় ১৫ ঘন্টা ধরে একটানা সাংবাদিক সম্মেলন করেছেন। ইতিমধ্যেই এই বিষয়টি সামনে এনে রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, এই সম্মেলনের মাধ্যমে মুইজ্জু ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির করা দীর্ঘতম সাংবাদিক সম্মেলনের রেকর্ডও ভেঙে ফেলেছেন। পাশাপাশি, এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি প্রায় সব প্রশ্নের উত্তর দেন বলেও জানানো হয়।

বিরাট রেকর্ড গড়লেন মোহাম্মদ মুইজ্জু (President Record):

রিপোর্ট অনুসারে, ৪৬ বছর বয়সী মুইজ্জু সকাল ১০ টায় তাঁর ম্যারাথন সংবাদ সম্মেলন শুরু করেন এবং কিছু প্রার্থনা এবং সংক্ষিপ্ত বিরতির মাধ্যমে, সাংবাদিক সম্মেলনটি মোট ১৪ ঘন্টা ৫৪ মিনিট স্থায়ী হয়। জারি করা বিবৃতিতে বলা হয়েছে যে, কর্মসূচিটি মধ্যরাত পর্যন্ত অব্যাহত ছিল। এটি যেকোনও রাষ্ট্রপতির দ্বারা তৈরি একটি নতুন বিশ্ব রেকর্ড (President Record) হিসেবেও বিবেচিত হয়েছে।

president record new update.

জানিয়ে রাখি যে, ২০১৯ সালে ইউক্রেনের ন্যাশনাল রেকর্ডস এজেন্সি একই রকম দাবি করেছিল। যেখানে তারা বলেছিল যে ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি টানা ১৪ ঘন্টা সাংবাদিকদের উত্তর দিয়ে বেলারুশ নেতা লুকাশেঙ্কোর ৭ ঘন্টার সাংবাদিক সম্মেলনের রেকর্ড (President Record) ভেঙে দিয়েছেন।

আরও পড়ুন: ৪০৬ দিন পর KKR-এ ঝড় তুললেন রাসেল, তবুও মাত্র ১ রানে জিতল কলকাতা, টিকে থাকল প্লে-অফের আশা

এদিকে, প্রায় ১৫ ঘন্টা ধরে চলা এই সাংবাদিক সম্মেলন সম্পর্কে মলদ্বীপ সরকার বলেছে যে, রাষ্ট্রপতি এটিকে বিশ্ব প্রেস স্বাধীনতা দিবসের সাথে যুক্ত করতে চেয়েছিলেন। তাই তিনি এই সাংবাদিক সম্মেলনকে দীর্ঘ করে তোলেন। এই বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছেন, “রাষ্ট্রপতি সমাজে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকার করেছেন এবং তথ্যবহুল, ভারসাম্যপূর্ণ এবং নিরপেক্ষ প্রতিবেদনের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।”

আরও পড়ুন: সবদিক থেকে বিপদ বাড়ছে পাকিস্তানের! এবার এই নদীর জল বন্ধ করে দিল ভারত

বিবৃতি অনুসারে, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স কর্তৃক প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ইনডেক্সে মুইজ্জু তাঁর দেশের র‍্যাঙ্কিং ১০৪ তম স্থানে উন্নীত হওয়ার বিষয়টি উদযাপন করছিলেন। এই র‍্যাঙ্কিংয়ে মলদ্বীপ গত বছরের তুলনায় দুই ধাপ এগিয়েছে।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X