‘কোনো ছবি আটকানোর অধিকার নেই’, ফাওয়াদের ছবি মুক্তির দাবিতে কেন্দ্রকে তুলোধনা প্রকাশ রাজের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : পহেলগাঁও হামলায় পালটা জোরালো প্রত্যাঘাত দেওয়ার দাবি উঠেছে গোটা দেশে। হামলার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কূটনৈতিক পদক্ষেপ করে চলেছে ভারত। সন্ত্রাসের বিরুদ্ধে এই লড়াইয়ে একজোট হয়েছেন সকলেই। অথচ এমন পরিস্থিতিতে উলটো সুর শোনা গেল অভিনেতা প্রকাশ রাজের (Prakash Raj) কথায়। পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের ছবি নিষিদ্ধ করা নিয়ে তীব্র প্রতিবাদ করতে শোনা গেল তাঁকে।

ছবি নিষিদ্ধ করার বিরোধিতা প্রকাশ রাজের (Prakash Raj)

পহেলগাঁও হামলার আবহে ভারতে আবারও একবার পাকিস্তানি শিল্পীদের উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এদিকে ফাওয়াদের নতুন ছবি ‘আবির গুলাল’ এখনো মুক্তি পায়নি। সেই ছবির মুক্তি আটকানোর বিরোধিতায় সরব হয়েছেন প্রকাশ (Prakash Raj)। তাঁর কথায়, তিনি যেকোনো ছবির মুক্তি আটকানোর বিপক্ষে। সেটা ডানপন্থী, প্রোপাগান্ডা ছবি যাই হোক না কেন। প্রকাশের কথায়, মানুষের অধিকার আছে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার।

Prakash raj is against of fawad khan movie boycott

ছবি আটকানোর বিরুদ্ধে অভিনেতা: প্রকাশ রাজ (Prakash Raj) বলেন, পর্নোগ্রাফিক বা শিশুদের শোষণমূলক কোনো ছবি না হলে তা নিষিদ্ধ করার অধিকার নেই। এরপরেই শাহরুখ দীপিকার ‘পাঠান’ এর প্রসঙ্গ টেনে তিনি বলেন, এখন কেউ কেউ আহত হয়ে বলতে পারেন, ‘দীপিকার নাক কেটে নেব, মাথা কেটে নেব’। কিন্তু তাতে কী হবে? শাহরুখ খানের ছবি শুধুমাত্র রঙের কারণে কি আটকে যায়? শুধু বেশরম রঙ নয়, যেকোনো কিছু পছন্দ না হলেই তা নিয়ে এখন কান্নাকাটি শুরু করে মানুষ।

আরো পড়ুন : ভারতে নিষিদ্ধ হানিয়া আমির, সরকারের চোখরাঙানি উপেক্ষা করে VPN-এ নজরদারি ‘অত্যুৎসাহী’ নেটিজেনদের

ফের সরকারের সমালোচনা প্রকাশের: কেন্দ্রীয় সরকারের সমালোচনায় মুখর হয়ে দক্ষিণী অভিনেতা আরো বলেন, বর্তমান সরকার এমনটা হতে দিচ্ছে। এর জন্য মানুষকে সমর্থনও করছে যাতে সমাজে ভয়ের পরিবেশ তৈরি করা যায়। তাঁর কথায়, কিছু ছবি সেন্সরশিপের কারণে দেশে তৈরি হয় না। সিনেমা ইন্ডাস্ট্রিতে টাকা আছে। তাই সমাজে এমন ভাবে ভয় ছড়ানো হচ্ছে যাতে আর আগামী প্রজন্ম কিছু লেখার সাহস না পায়। এমনটাই বক্তব্য প্রকাশ রাজের (Prakash Raj)।

আরো পড়ুন : বিশ্বে নজির গড়বে ভারত, ‘রামায়ণ’ নিয়ে আশাবাদী দেবেন্দ্র ফড়নবীশ, রণবীরেই ভরসা মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, কেন্দ্রবিরোধী কথা বলার জন্য বিশেষ পরিচিতি রয়েছে প্রকাশ রাজের। এর আগেও বিভিন্ন ইস্যুতে সরকারের সমালোচনা করার সুযোগ ছেড়ে দেননি তিনি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যখন প্রায় গোটা দেশের মানুষ একজোট হয়েছে, বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলিও এই বিষয়ে একমত হয়েছে। এমতাবস্থায় অভিনেতার এহেন মন্তব্যে অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন তাঁর বিরুদ্ধে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X