বাংলাহান্ট ডেস্ক : আবারও নতুন করে চর্চায় মুর্শিদাবাদ। ওয়াকফ আইনের বিরোধিতায় মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় কয়েকদিন ধরে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। বর্তমানে পরিস্থিতি শান্ত হলেও সম্প্রতি পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ এনেছেন জাফরাবাদে নিহত বাবা ছেলের পরিবার। সল্টলেকে গেস্ট হাউসের দরজা ভেঙে তাঁদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টার জন্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাঁরা। এই মর্মে সুপ্রিম কোর্ট (Supreme Court) এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ও রাজ্যপালের কাছে একটি চিঠিও দিয়েছেন তাঁরা। এবার সেই চিঠি প্রকাশ করে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নিরাপত্তার দাবিতে প্রধান বিচারপতি (Supreme Court) ও রাজ্যপালকে চিঠি মুর্শিদাবাদ পরিবারের
রবিবার রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে সুপারিশ করে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিকে এদিনই অভিযোগ ওঠে, জাফরাবাদে হিংসার ঘটনায় নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারকে সল্টলেক থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে পুলিশ। গুরুতর অভিযোগ এনে নিরাপত্তার দাবিতে সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি, কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং রাজ্যপালকে চিঠি দিয়েছেন তাঁরা।
চিঠি প্রকাশ্যে আনেন শুভেন্দু: এক্স হ্যান্ডেলে সেই চিঠি প্রকাশ করে শুভেন্দু কটাক্ষ করেন, ‘মুর্শিদাবাদের ঘটনা প্রমাণ করে দিয়েছে যে রাজ্যের নাগরিকদের নিরাপত্তা এবং মর্যাদা দিতে ব্যর্থ সরকার। নিহতদের পরিবার সরকারের দেওয়া ক্ষতিপূরণ প্রত্যাখ্যান করেছিল। তার বদলা হিসেবে গেস্ট হাউসের দরজা ভেঙে তাঁদের জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ। এর থেকেই স্পষ্ট যে বাংলায় কীসের রাজ চলছে’।
আরো পড়ুন : বিশ্বে নজির গড়বে ভারত, ‘রামায়ণ’ নিয়ে আশাবাদী দেবেন্দ্র ফড়নবীশ, রণবীরেই ভরসা মুখ্যমন্ত্রীর
কী অভিযোগ পরিবারের: চিঠিতে নিহতদের পরিবার অভিযোগ করেছে, রবিবার বিধাননগর পুলিশ গেস্ট হাউসের দরজা ভেঙে ভেতরে ঢুকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাঁদের। মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর সভায় নিয়ে যাওয়ার জন্যই পুলিশের অতিসক্রিয়তা বলে অভিযোগ উঠেছে। পালটা পুলিশের দাবি, অপহরণের লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। সেই তদন্ত করতে গিয়েছিলেন তাঁরা। বিজেপি এবং রাজ্যপালের বিরুদ্ধে শান্ত মুর্শিদাবাদে নতুন করে অশান্ত ছড়ানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে প্রতিহিংসা ছড়ানোর অভিযোগ এনেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
আরো পড়ুন : ‘কোনো ছবি আটকানোর অধিকার নেই’, ফাওয়াদের ছবি মুক্তির দাবিতে কেন্দ্রকে তুলোধনা প্রকাশ রাজের
অন্যদিকে নিহতদের পরিবারের থেকে চিঠি পেয়েই রাজ্যপাল বাংলায় রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছেন বলে খবর। এছাড়াও মুর্শিদাবাদ এবং মালদহে স্থায়ীভাবে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প তৈরি করার পরামর্শও দিয়েছেন রাজ্যপাল।