বাংলা হান্ট ডেস্কঃ রাজনৈতিক ব্যক্তিত্বদের বিতর্কে জড়ানো নতুন কিছু নয়। মাঝেমধ্যেই তাঁদের বিরুদ্ধে নানান অভিযোগ উঠতে দেখা যায়, জেলযাত্রাও হয়েছে অনেকের। এবার যেমন ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এক বিধায়ক (MLA Arrest)। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন ব্যুরো তথা এসিবি (ACB)।
ঘুষ নেওয়ার সময় কোন বিধায়ক গ্রেফতার (MLA Arrest)?
ঘটনাটি ঘটেছে রাজস্থানে। বাগিদৌরার বিধায়ক জয়কৃষ্ণ প্যাটেলকে (Jai Krishn Patel) গ্রেফতার করেছে এসিবি। তিনি ভারত আদিবাসী পার্টি তথা বিএপির নেতা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বিধানসভায় খনি বিষয়ক প্রশ্ন মুছে ফেলার বদলে ১০ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন। পরবর্তীতে আলোচনা করে ২.৫ কোটি টাকা স্থির হয়।
এসিবি ডিজি ডঃ রবি প্রকাশ মেহরদা বলেন, গত ৪ এপ্রিল খনি ব্যবসায়ী রবিন্দর সিং অভিযোগ করেন, বিধানসভায় সংশ্লিষ্ট বিধায়ক খনি বিষয়ক ৬২৮, ৯৫০ ও ৯৫৮ নং প্রশ্ন রাখেন। পরবর্তীতে সেগুলি সরিয়ে দেওয়ার পরিবর্তে ১০ কোটি টাকা দাবি করেন। আলোচনার পর ২.৫ কোটি টাকার ডিল হয়। সেই ঘুষের (Bribe) টাকা নেওয়ার সময়ই বিধায়ককে হাতেনাতে গ্রেফতার করে দুর্নীতি দমন ব্যুরো।
আরও পড়ুনঃ ৭ ও ৮, দুই হাইভোল্টেজ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে! জোড়া মামলায় চাপে রাজ্য
জানা যাচ্ছে, ঘুষের প্রথম কিস্তি হিসেবে নগদ এক লক্ষ টাকা দিয়েছিলেন ওই ব্যবসায়ী। এরপর থেকেই শুরু হয় এসিবির নজরদারি। সেই সঙ্গেই প্রমাণ সংগ্রহের কাজও শুরু হয়। এরপর জয়পুরে বিধায়কের বাসভবনে ২০ লক্ষের একটি কিস্তি দেওয়ার কথা ছিল। ঘটনার দিন জয়কৃষ্ণ নিজে জয়পুর পৌঁছে গিয়েছিলেন। সেবারই ফাঁদ পেতে তাঁকে গ্রেফতার করেন গোয়েন্দারা।
বিধায়কের হয়ে টাকার ব্যাগ সংগ্রহ করেছিলেন আরেকজন ব্যক্তি। এরপর তা বিধায়কের কাছে পৌঁছে দেওয়া হয়। সেই সময়েই ধরা পড়েন তিনি। এসিবি জানিয়েছে, ঘুষের টাকায় একটি ধরণের কালি লাগানো ছিল। ঘুষ নেওয়ার ছবি, অডিও, ভিডিও তোলা হয়েছে। ব্যাগ তোলার সময় জয়কৃষ্ণের আঙুলে কালিও পাওয়া যায়। তাঁর হয়ে যে ব্যক্তি টাকার ব্যাগ সংগ্রহ করেছিলেন তিনি ফেরার। তবে দুর্নীতি দমন ব্যুরো জানিয়েছে, তাদের কাছে সংশ্লিষ্ট ব্যক্তির ভিডিও রেকর্ডিং রয়েছে। সেখানে তাঁকে টাকা বহন করতে দেখা যাচ্ছে।
ইতিমধ্যেই বিধানসভার অধ্যক্ষ বাসুদেব দেবনানির কাছে মামলার অনুমতি চেয়েছে এসিবি। বিধানসভায় আগেই পুরো ‘প্ল্যানে’র কথা জানানো হয়েছিল। বর্তমানে বিধায়ককে জেরা করা হচ্ছে। এই মামলায় আরও অনেকে যুক্ত থাকতে পারে বলে সন্দেহ করছে দুর্নীতি দমন ব্যুরো। অনুমান করা হচ্ছে, এই মামলা শুধু দুর্নীতি নয়, ক্ষমতার অপব্যবহার ও সংগঠিত অপরাধের দিকে এগোচ্ছে।
উল্লেখ্য, বিভিন্ন সময়ে নানান অভিযোগে গ্রেফতার হয়েছেন বহু রাজনীতিক। পশ্চিমবঙ্গেও এমন উদাহরণ রয়েছে একাধিক। এবার ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার হলেন রাজস্থানের এক বিধায়ক (MLA Arrest)। তাঁকে গ্রেফতার করে জেরা করছে এসিবি।