‘হিন্দু মমতা জগন্নাথদেবের পুজোর পবিত্র চন্দন দ্রুত কপাল থেকে মুছে ফেললেন’, ভিডিও সামনে এনে তোপ রূদ্রনীল, লকেটের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দিঘায় উদ্বোধন হয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের। গত ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Mandir) দ্বারোদঘাটন হয়। মুখ্যমন্ত্রীর হাত ধরেই হয় সবটা। মন্দির উদ্বোধনের দুদিন আগেই সৈকতনগরীতে পৌঁছে গিয়েছিলেন মমতা (Mamata Banerjee), অত্যন্ত নিষ্ঠা ভরে ভক্তিমনে করেছেন সবটা। মহাযজ্ঞে যোগদান দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, ‘ধর্ম কখনও মুখে প্রচার করে হয় না। ধর্মে হৃদয় ছুঁয়ে যাওয়ার জিনিস।’ সেই কারণেই কি জগন্নাথ দেবের পায়ের চন্দন মাথায় নিতেই মুছে ফেললেন? সম্প্রতি এই নিয়ে ভাইরাল হয়েছে এক ভিডিও। সেই ভিডিও সামনে এনে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছে বিরোধী শিবির। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলাহান্ট।

এবার ‘চন্দন বিতর্কে’ মমতা | Mamata Banerjee

কি দেখা যাচ্ছে ভিডিওতে? দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর মাথায় চন্দনের টিপ পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই তিঁনি রুমাল দিয়ে সেটা মুছে ফেললেন। এই ভিডিওকে হাতিয়ার করে আসরে নেমেছে গেরুয়া শিবির। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) নিজের ফেসবুকে এই ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথদেবের পুজোর পবিত্র চন্দন দ্রুত মুছে ফেললেন কপাল থেকে।
কি প্রমাণ দিলেন?’

রুদ্রনীলের প্রশ্ন, ‘এই আচরণ প্রিয় জগন্নাথদেব এবং হিন্দু ধর্মে আচারের প্রতি কিসের ইঙ্গিত? কোন ধর্মকে অসম্মান এবং কোন ধর্মকে খুশি করার জন্য এই অনাচার তিঁনি করলেন দিঘায়? কদিন আগেই, বিধানসভায় বলেছিলেন, “মহাকুম্ভ মৃত্যুকুম্ভ”, পবিত্র ইদের মঞ্চ থেকে হিন্দুধর্মকে “গন্দা ধর্ম” বলেছিলেন। দলমত ঝান্ডা ভুলে সনাতনী হিন্দুরা ভাবুন। ”

ভিডিও দেখুন: https://youtu.be/69KS2m13HuI?si=879t597fC-t-1E8c

এদিকে মমতারেই ভিডিও নিয়ে সরব হয়েছেন বিজেপি নেত্রী তথা প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও (Locket Chatterjee)। নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে মমতাকে তোপ দেগে তিঁনি লিখেছেন, ‘ মন্দির বানিয়ে কি লাভ যখন সেই প্রভুর পায়ের চন্দন আপনি মাথায় নিতেই চান না , এই ছলনার কি ব্যাখ্যা দেবেন?’

আরও পড়ুন: ‘নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার’, সুরক্ষা চেয়ে সুপ্রিম কোর্ট-রাজ্যপালকে চিঠি মুর্শিদাবাদের নিহতদের পরিবারের

প্রসঙ্গত, পুরীর আদলে জগন্নাথ মন্দির নির্মাণের পর থেকে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee News)। সরকারি টাকায় কোনও মন্দির নির্মাণ ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। এদিকে দিঘার জগন্নাথ দেবের বিগ্রহ তৈরিতে কোন কাঠ ব্যবহার করা হয়েছে তা নিয়েও শুরু হয়েছে বিতর্ক। ইতিমধ্যে এই বিষয়ে তদন্ত শুরু করেছে এসজেটিএ। ‘জগন্নাথ ধাম’ নামকরণ করায় আপত্তি ওড়িশা (Odisha) সরকারের। এরই মধ্যে সামনে নয়া ভিডিও।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X