সন্ত্রাসবাদীদের হিটলিস্টে ছিলেন খোদ প্রধানমন্ত্রী? একটি সিদ্ধান্তেই ভেস্তে যায় হামলার ছক!

Published On:

বাংলাহান্ট ডেস্ক : পহেলগাঁও হামলার পরিপ্রেক্ষিতে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে রাতদিন এক করে তদন্ত চালাচ্ছেন ভারতীয় গোয়েন্দারা। তাঁদের হাতে আসা একের পর এক তথ্য রীতিমতো আতঙ্ক ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর এবার যে তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের, তা রীতিমতো উদ্বেগজনক। সূত্রের খবর বলছে, হামলা চালানোর আগে অনেক জায়গায় আঘাত হানার চেষ্টা করেছিল সন্ত্রাসবাদীরা। কাশ্মীরের একাধিক জায়গায় নাকি নজর রেখেছিল তারা। তবে সবথেকে চাঞ্চল্যকর যে তথ্য প্রকাশ্যে এসেছে তা হল, জঙ্গিদের নিশানায় নাকি ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

কাশ্মীরে হামলাকারীদের নিশানায় ছিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)?

সূত্রের খবর বলছে, তদন্তকারী উচ্চপদস্থ আধিকারিকদের কাছে নাকি খবর এসেছে, হামলার কয়েকদিন আগে উপত্যকার অন্যান্য পর্যটন স্থলগুলি নাকি নজরে রেখেছিল সন্ত্রাসবাদীরা। এমনকি হামলা চালানোর পরিকল্পনাও নাকি ছিল। গোয়েন্দাদের হাতে আসা তথ্য বলছে, শ্রীনগরের বাইরের এলাকা, দাচিগাম, অন্যান্য পর্যটন স্থলের পাশাপাশি জম্মু ও কাশ্মীরের বিভিন্ন হোটেলগুলিতেও নাকি হামলার পরিকল্পনা ছিল।

Narendra modi reportedly was on the hitlist of kashmir attacker

বৈসরনে হামলার তথ্য ছিল না: সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জম্মু কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্ত্রাসবাদীদের হিটলিস্টে ছিল হিন্দু তীর্থযাত্রী, বাইরে থেকে কাজ করতে আসা শ্রমিক, কাশ্মীরি পণ্ডিতরাও। জানা গিয়েছে, হামলার ছক কষা হয়েছিল পুলওয়ামা, কুলগামের মতো এলাকায়। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, যে সমস্ত গোপন তথ্য তাঁদের হাতে এসে পৌঁছেছে সেখানে বৈসরণ উপত্যকায় হামলা চালানোর কোনো তথ্য নাকি ছিল না। কারণ এখানে না কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্কেত মিলেছে, আর না আগে কখনো হামলা হয়েছে। তবে গোপন সূত্রে খবর পেয়ে অন্যান্য পর্যটন স্থল এবং শ্রীনগরের হোটেলগুলিতে ব্যবস্থা আরো বাড়িয়ে দিয়েছিল জম্মু কাশ্মীর পুলিশ। 

আরো পড়ুন : ‘কোনো ছবি আটকানোর অধিকার নেই’, ফাওয়াদের ছবি মুক্তির দাবিতে কেন্দ্রকে তুলোধনা প্রকাশ রাজের

দুই স্থানীয় সন্ত্রাসবাদীও জড়িত থাকার খবর: সূত্রের খবর অনুযায়ী, আদিল ঠোকার এবং আসিফ শেখ নামে দুজন স্থানীয় সন্ত্রাসবাদী অন্যান্য হামলাকারীদের সঙ্গে পর্যটকদের ভিড়ে মিশে গিয়েছিল। তারা নানান ভাবে মানুষকে উৎসাহিত করছিল বৈসরনে যাওয়ার জন্য। পর্যটকদের খাবারের দোকানে নিয়ে যাচ্ছিল। তাদের উদ্দেশ্য ছিল, আরো বেশি সংখ্যায় মানুষদের যাতে খতম করা যায়।

আরো পড়ুন : ‘নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার’, সুরক্ষা চেয়ে সুপ্রিম কোর্ট-রাজ্যপালকে চিঠি মুর্শিদাবাদের নিহতদের পরিবারের

উল্লেখ্য, গত ১৯ শে এপ্রিল কাটরা-শ্রীনগরের মধ্যে ট্রেনের উদ্বোধন করতে জম্মু কাশ্মীর সফরের পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রীর (Narendra Modi)। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় বাতিল হয় সেই সফর। গোয়েন্দাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাওয়া খবর অনুযায়ী, সন্ত্রাসবাদীদের নিশানায় মূলত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাঁর সফর যখন বাতিল হয় তখন সম্ভবত কাশ্মীরেই সন্ত্রাসবাদীরা লুকিয়ে ছিল বলে মনে করছেন গোয়েন্দারা। পরে ২২ শে এপ্রিল বৈসরনে হামলা চালায় তারা। স্বাভাবিক কাশ্মীরকে আবারও অশান্ত করতেই পর্যটকদের নিশানা করা হয়েছিল বলে মনে করছেন ভারতীয় গোয়েন্দারা।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X