বাংলা হান্ট ডেস্ক: গত ৪ মে কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের মধ্যে ম্যাচ সম্পন্ন হয়। ওই ম্যাচের পর, ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি রাজস্থানের ১৪ বছর বয়সী ব্যাটিং সেনসেশন বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) সাথে দেখা করেন। মাঠেই সৌরভ বৈভবের সাথে কথা বলেন। সেই সময়ে তাঁদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর পাশাপাশি, বৈভব সৌরভের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শও পেয়েছিলেন। জানিয়ে রাখি যে, KKR-এর বিরুদ্ধে খেলা ম্যাচে বৈভব সূর্যবংশী মাত্র ৪ রান করে আউট হয়ে যান। ৩৫ বলের সেঞ্চুরির পর, এটি বৈভবের টানা দ্বিতীয় ইনিংস, যেখানে তিনি ব্যর্থ হন।
বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi) কী পরামর্শ দিলেন সৌরভ:
“এটা করো না”, কী জানালেন সৌরভ: ইডেনে বৈভব (Vaibhav Suryavanshi) রান না পেলেও ম্যাচের পরে তিনি সৌরভ গাঙ্গুলির কাজ থেকে কিছু গুরুত্বপূর্ণ টিপস পান। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, সৌরভ গাঙ্গুলি বৈভবকে জানান যে, তিনি তাঁর খেলা দেখেছেন এবং বৈভবের খেলা তাঁর খুব পছন্দ হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, সৌরভ গাঙ্গুলি বৈভব (Vaibhav Suryavanshi) সূর্যবংশীকে পরামর্শ দিয়েছেন যেভাবে তিনি খেলছেন, নির্ভীকভাবে সেভাবেই খেলা চালিয়ে যেতে। বিশেষ নির্দেশ দিয়ে তিনি বৈভবকে জানান যে, তাঁর খেলা পরিবর্তন করার কোনও প্রয়োজন নেই। সৌরভ তাঁকে এই বিষয়ে সতর্ক করেন।
আরও পড়ুন: একী কাণ্ড! কোটি কোটি গ্রাহকদের ঝটকা দিল PNB, নেওয়া হল বড় সিদ্ধান্ত
এদিকে, জানা গিয়েছে যে, বৈভবের (Vaibhav Suryavanshi) পাওয়ার হিটিং দেখে সৌরভ মুগ্ধ হয়েছিলেন। কথোপকথনের সময়ে, সৌরভ গাঙ্গুলি বৈভব সূর্যবংশীর বিশাল ব্যাটটিও দেখেন। যেটির সাহায্যে বৈভবকে লম্বা ছক্কা মারতে দেখা যায়। বৈভব সূর্যবংশীর পাওয়ার হিটিং ক্ষমতা সম্পর্কে গাঙ্গুলি বলেন যে, “এটি খুবই ভালো। অবশ্যই, KKR-এর বিরুদ্ধে ম্যাচে সে গোল করতে পারেনি। কিন্তু সে একজন ভালো খেলোয়াড়।”
আরও পড়ুন: একটানা ১৫ ঘণ্টা ধরে সাংবাদিক সম্মেলন! অনন্য রেকর্ড গড়লেন ভারতের এই পড়শি দেশের রাষ্ট্রপতি
৩৫ বলে সেঞ্চুরি করেন বৈভব: প্রসঙ্গত উল্লেখ্য যে, ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) চলতি বছরের IPL-এ অভিষেকের সাথে সাথেই চমকে ওঠেন। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে তিনি ৩৮ বলে ১০১ রান করেন। যার মধ্যে ছিল ১১ টি ছক্কা এবং ৭ টি চার। ওই ইনিংসে, তিনি মাত্র ৩৫ বলে তাঁর সেঞ্চুরি পূর্ণ করেন। যদিও, সেই দুর্ধর্ষ সেঞ্চুরির পর, বৈভবের ব্যাট পরবর্তী ২ ইনিংসে নীরব ছিল। তবে, বৈভবের নির্ভীক ক্রিকেট স্টাইলে পরবর্তী বড় ইনিংস দেখার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেট অনুরাগীরা।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: