ফের ঊর্ধ্বমুখী AICPI সূচক! জুলাইয়ে কতটা বাড়বে DA? সরকারি কর্মীদের জন্য বড় খবর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গত মার্চে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করেছে সরকার। ২% হারে মহার্ঘ ভাতা (DA) বাড়িয়েছে কেন্দ্র। বিগত কয়েক বছরে এই হার সবচেয়ে কম। এই পরিস্থিতিতে জুলাই-ডিসেম্বর সময়কালে কত শতাংশ হাতে ডিএ বাড়ানো হবে তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। এসবের মাঝেই সামনে এসেছে বড় আপডেট! যা স্বস্তি দিতে পারে সরকারি কর্মীদের (Government Employees)।

বর্তমানে ৫৫% হারে ডিএ (Dearness Allowance) পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা

সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা কত শতাংশ হারে বাড়ানো হবে সেটা নির্ভর করে এআইসিপিআই সূচকের ওপর। গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এই সূচক নিম্নমুখী ছিল। তবে মার্চ মাসে তা ০.২ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। মার্চ মাসে এআইসিপিআই সূচক পৌঁছেছে ১৪৩ পয়েন্টে। এখনও এপ্রিল থেকে জুন মাসের তথ্য আসা বাকি। এই তিন মাসেও যদি সূচক ঊর্ধ্বমুখী থাকে তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩% হারে ডিএ বাড়ানো হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

বছরে সাধারণত দু’বার সরকারি কর্মীদের (Government Employees) মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্র। প্রথম দফায় জানুয়ারি ও দ্বিতীয় দফায় জুলাই থেকে তা কার্যকর হয়। চলতি বছর প্রথম দফায় মাত্র ২% হারে ডিএ বাড়িয়েছে সরকার। এআইসিপিআই সূচকের দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ‘সুযোগ পেলেই হিন্দুদের বাড়ি ছাড়া করা হচ্ছে’! ফের আসরে দিলীপ, মমতাকে কড়া আক্রমণ

এবার মার্চ মাসে দেখা গেল, ফের এই সূচক (AICPI-IW) ঊর্ধ্বমুখী। সামান্য হলেও তা বেড়েছে। রিপোর্ট বলছে, আগামী তিন মাসেও যদি এই ধারা বজায় থাকে তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩% হারে ডিএ বাড়ানো হতে পারে। তবে সূচক যদি ফের নামতে শুরু করে তাহলে ২% বা তারও কম হারে মহার্ঘ ভাতা বাড়াতে পারে কেন্দ্র।

dearness allowance

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মীরা এতদিন ৫৩% হারে ডিএ (Dearness Allowance) পাচ্ছিলেন। মার্চ মাসে আরও ২% হারে বাড়ানো হয়েছে। ফলে এবার থেকে ৫৫% হারে মহার্ঘ ভাতা পাবেন তাঁরা। এবার আগামী জুলাই মাসে কত শতাংশ হারে বাড়ানো হয় সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X