বাংলা হান্ট ডেস্ক: আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি চলবে। লেটেস্ট আপডেটে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৮ মে পর্যন্ত টানা বৃষ্টি হবে। দিনের বেলায় তাপমাত্রা বাড়লেও বিকেলের পর বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও ঝড়ের জেরে সাময়িক স্বস্তি মিলবে। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় এদিন কালবৈশাখীর সম্ভাবনা।
একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস | South Bengal Weather
সোমবার গোটা দক্ষিণবঙ্গেই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান সহ সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি ৩০- ৪০ কিলোমিটার কোথাও হাওয়ার সর্বোচ্চ ঘণ্টায় ৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর
বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা থাকলেও ৮ মে থেকে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা আরও বাড়বে।
ভিডিও দেখুন: https://youtu.be/NdWkByXPVUM?si=fHojSxfKJQrxnQKW
গত কয়েকদিনে টানা বৃষ্টির জেরে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই সর্বনিম্ন, সর্বোচ্চ তাপমাত্রা কমেছে। তবে সোমবার থেকে কিছুটা উর্দ্ধমুখী হয়েছে পারদ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গ ফের গরমের দাপট বাড়বে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা বাড়বে। তবে আপাতত তাপপ্রবাহের সতর্কতা নেই কোথাও। এটাই স্বস্তি।
আরও পড়ুন: “আমাদের সেনাবাহিনী প্রস্তুত”, এবার ভারতের বিরুদ্ধে তোপ দেগে সরাসরি হুমকি পাক উপপ্রধানমন্ত্রীর
এক নজরে উত্তরবঙ্গ (North Bengal Weather Update): উত্তরবঙ্গে আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার-সহ একাধিক জেলায় বৃষ্টির ও বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আপাতত ১০ মে পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।