‘সুযোগ পেলেই হিন্দুদের বাড়ি ছাড়া করা হচ্ছে’! ফের আসরে দিলীপ, মমতাকে কড়া আক্রমণ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগেই সেখানে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সেখানে যাচ্ছেন মমতা। ‘নবাবের শহরে’র পরিস্থিতি আগের তুলনায় এখন অনেকটাই শান্ত। এই নিয়ে তাঁকে নিশানা করলেন বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ‘এখন আর মানুষের ক্ষত দূর হবে না’, দাবি করেন তিনি।

ফের মুখ্যমন্ত্রীকে নিশানা দিলীপের (Dilip Ghosh)!

এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ। সেখানে মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘সকল পোড়া দাগ, ক্ষতচিহ্নকে সারিয়ে ফেলার জন্য তিনি সময় দিয়েছেন। মন্দির অথবা বাড়ি সারাই করতে ওনার অফিসাররা দৌড়েছেন। মুখ্যমন্ত্রী যাওয়ার আগে দাঙ্গার কোনও ক্ষতচিহ্ন যেন না থাকে। যে সকল গাড়ি পুড়েছে, সেগুলি সরিয়ে ফেলা হয়েছে।

বিজেপি নেতা বলেন, ‘সব ধামাচাপ দিয়ে উনি দেখাবেন কিছুই হয়নি। ওনার দলের নেতারা যেমন বলেন ভুল রিপোর্ট দেওয়া হয়েছে’। তাঁর সংযোজন, মানুষের ক্ষত এখন আর দূর হবে না।

আরও পড়ুনঃ রাজ্যপাল-শুভেন্দু ঘুরে এসেছেন! এতদিন কেন মুর্শিদাবাদ যাননি? নিজেই জানালেন মমতা

দিলীপের কথায়, ‘উনি ২-১ দিনের মধ্যে গেলে মানুষ ওনাকে বিশ্বাস করতে পারতো। মুর্শিদাবাদের লোক এখন আর বিশ্বাস করে না। কারণ বারবার তাঁরা প্রতারণার শিকার হচ্ছেন। সুযোগ পেলেই হিন্দুদের বাড়ি ছাড়া করা হচ্ছে। মুখ্যমন্ত্রীকে এর দায় নিতে হবে’।

মুর্শিদাবাদে অশান্তির (Murshidabad Violence) মধ্যেই হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসকে খুন করা হয়েছিল। কয়েকদিন আগেই জাফরাবাদে তাঁদের বাড়ি গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বর্তমানে তাঁদের পরিবার সল্টলেকের একটি বাড়িতে আশ্রয় নিয়েছে। বিজেপির তরফ থেকে দাস পরিবারের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগ আনা হয়েছে।

Dilip Ghosh will not be invited to BJP's meeting.

এই বিষয়ে দিলীপ বলেন, ‘বিজেপির কার্যকর্তারা দেখছেন যাতে তাঁরা মুখ না খোলেন সেই জন্য চাপ দেওয়া হচ্ছে। আমরা এটা করতে দেব না’।

উল্লেখ্য, গত বুধবার অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষ্যে দিঘায় গিয়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসিমুখে বৈঠক করতে দেখা যায় তাঁকে। এই নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এর রেশ কাটতে না কাটতেই ফের মমতাকে নিশানা করলেন বিজেপি নেতা। মুর্শিদাবাদ সফর নিয়ে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন তিনি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X