‘বলছে আমি নাকি চুরি করেছি, আমার বাড়িতেই তো ৪টে নিমগাছ’! নিমকাঠ চুরি বিতর্কে মুখ খুললেন মমতা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে দিঘার জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) উদ্বোধন হয়েছে। গত বুধবার দ্বার উন্মোচন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যদিও তারপর থেকে একাধিকবার বিতর্কে জড়িয়েছে এই নবনির্মিত মন্দির। কয়েকদিন আগে যেমন নিমকাঠ চুরির অভিযোগ উঠেছিল। এবার এই নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী নিজে।

নিমকাঠ চুরি বিতর্কে কী বললেন মমতা (Mamata Banerjee)?

সোমবার মুর্শিদাবাদ (Murshidabad) সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন বহরমপুর পৌঁছে একাধিক সরকারি কার্যালয়ে হাজির হন তিনি। সারপ্রাইজ ভিজিটের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নানান ইস্যুতে মুখ খোলেন। দিঘার জগন্নাথধাম নিয়ে চলতে থাকা বিতর্ক নিয়েও বিরোধীদের একহাত নিতে দেখা যায় তাঁকে।

মমতা বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণেশ্বর, কালীঘাটে স্কাইওয়াক, দুর্গাপুজো, কালীপুজো করলে প্রশ্ন হয় না। জগন্নাথধামটা ভীষণ গায়ে লেগেছে না? বলছে আমি নাকি নিমগাছও চুরি করেছি। আমার বাড়িতেই তো চারটে নিমগাছ রয়েছে। কটা প্রয়োজন জিজ্ঞেস করুন। আমাদের চুরি করতে হয় না। চোরের মায়ের বড় গলা। তুমি যদি হিন্দু হও বলবে না নিমকাঠ চুরি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থা হয়নি’।

আরও পড়ুনঃ ফের ঊর্ধ্বমুখী AICPI সূচক! জুলাইয়ে কতটা বাড়বে DA? সরকারি কর্মীদের জন্য বড় খবর

দিঘার জগন্নাথ মন্দিরের (Jagannath Temple Digha) উদ্বোধন নিয়েও এদিন মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের মার্বেলের বানানো মূর্তি ছিল। মূর্তি তো কিনতেও পাওয়া যায়। আমার বাড়িতেও রয়েছে। ওটা দ্বৈতপতি নিয়ে এসেছেন। আমি শুনেছি, ওনাকে জিজ্ঞেস করেছে কেন পুজো করতে গিয়েছিলে? বিজ্ঞপ্তি দিয়েছে কেউ জগন্নাথধামে যাবে না। এত কেন গায়ে লাগছে? আমরা তো পুরী যাই। আমি পুরী গেলে বিজেপি, আরএসএস বিক্ষোভ দেখায়। ভুলে গিয়েছেন? লজ্জা করে না? জগন্নাথধাম নিয়ে এত হিংসা!’

CM Mamata Banerjee meeting with SSC recruitment scam victims

এদিন ওড়িশা সরকারের উদ্দেশেও বার্তা দেন মমতা। স্মরণ করিয়ে দেন, তাদের রাজ্যে আলু কম পড়লে বাংলা থেকে পাঠানো হয়। সাইক্লোনের জেরে রাস্তার পাইপ, বিদ্যুতের সরঞ্জাম নষ্ট হলে বাংলা থেকে ইঞ্জিনিয়ার পাঠায় সরকার।

মুখ্যমন্ত্রী বলেন, ‘ওড়িশাকে আমি ভালোবাসি… রথ ও উল্টোরথে বাংলার পর্যটকরা সবচেয়ে বেশি পুরীর মন্দিরে যান। আমরা একটা জগন্নাথধাম করলে আপনাদের কী আপত্তি রয়েছে? আপনারাও ভালো থাকুন, বাংলাও ভালো থাকুক’।

উল্লেখ্য, উদ্বোধনের পর পর থেকেই শিরোনামে রয়েছে দিঘার জগন্নাথধাম। সম্প্রতি নিমকাঠ চুরির অভিযোগ উঠতেই শোরগোল পড়ে যায়। এবার এই নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে। দিঘায় জগন্নাথধাম করায় ভীষণ গায়ে লেগেছে না? প্রশ্ন করেন তিনি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X