আর থাকবে না পড়শি দেশের অস্তিত্ব? ভারতের সাথে উত্তেজনার মধ্যেই পাকিস্তানের অন্দরে শুরু ভয়াবহ যুদ্ধ

Published On:

বাংলা হান্ট ডেস্ক: জম্মু-কাশ্মীরের পহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানের (Pakistan) মুখোশ খুলে গিয়েছে। শুধু তাই নয়, পাকিস্তান একাধিকবার ভারতের বিরুদ্ধে বিষ উগরে দিয়েছে। কিন্তু, ওই দেশটি এখন নিজেই চরম সমস্যার মধ্যে রয়েছে। শুধু তাই নয়, টুকরো টুকরো হয়ে ভেঙে পড়তে পারে। এমনকি, সাম্প্রতিক কিছু ঘটনায় এই জল্পনা শুরু হয়েছে যে ওই দেশটি হয়তো এবার বেলুচিস্তানও হারিয়ে ফেলতে পারে।

চরম সঙ্কটে পাকিস্তান (Pakistan):

এই প্রসঙ্গে ইতিমধ্যেই বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে,
বেলুচিস্তানের কালাত জেলার মাঙ্গোচর শহরে, বালুচ লিবারেশন আর্মির ক্যাডার ডেথ স্কোয়াড সেখানকার বেশ কয়েকটি সরকারি ভবন দখল করে আগুন ধরিয়ে দেয়। ইতিমধ্যেই এই সংক্রান্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। ওই ভিডিওগুলিতে, বিদ্রোহীদের সরকারি ভবনগুলির নিয়ন্ত্রণ নিতে এবং পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে। গত শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। যার কারণে পুরো এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

A fierce war begins inside Pakistan.

কোয়েটা করাচি হাইওয়ে অবরুদ্ধ: মূলত, স্থানীয় সংবাদমাধ্যম এবং ডনের একটি রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, বিদ্রোহীরা কোয়েটা করাচি হাইওয়ে অবরোধ করে এবং ওই হাইওয়ে দিয়ে যাওয়া যানবাহনগুলিতে তল্লাশি চালায়। সেই সময়ে NADRA অফিস, জুডিশিয়াল কমপ্লেক্স এবং ন্যাশনাল ব্যাঙ্কের শাখার মতো বেশ কয়েকটি সরকারি ভবন দখল করে আগুন ধরিয়ে দেওয়া হয়। যার ফলে ওই ভবনগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানি (Pakistan) নিরাপত্তা বাহিনী যখন পৌঁছয়, ততক্ষণে আক্রমণকারীরা পালিয়ে যায়। তারপরে গভীর রাতে সেনা অভিযানের পর হাইওয়েতে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুন: “আমাদের সেনাবাহিনী প্রস্তুত”, এবার ভারতের বিরুদ্ধে তোপ দেগে সরাসরি হুমকি পাক উপপ্রধানমন্ত্রীর

বিদ্রোহীরা অস্ত্র নিয়েছে: এদিকে, জানা গিয়েছে যে, পাকিস্তানি সেনা ক্যাম্পেও আক্রমণ চালায় বিদ্রোহীরা। সেখান থেকে বালুচ লিবারেশন আর্মি অস্ত্রও নেয় বলে খবর মিলেছে। এদিকে, এই হামলা এমন এক সময়ে ঘটেছে যখন ভারতের সম্ভাব্য আক্রমণের আশঙ্কায় পাকিস্তানি (Pakistan) সেনাবাহিনী পশ্চিম সীমান্তে সেনা মোতায়েন করেছে। এমনিতেই, ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক বর্তমানে যথেষ্ট প্রভাবিত হয়েছে। শুধু তাই নয় এর আগেও বালোচিস্তান প্রসঙ্গে পাকিস্তানকে সতর্ক করেছিল ভারত।

বছর দশেক আগেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল একটি বক্তৃতা দেওয়ার সময়ে জানিয়েছিলেন, “পাকিস্তান যদি আর মুম্বাই হামলার মতো কোনও ঘটনা ঘটায় সেক্ষেত্রে তারা বালুচিস্তান হারাতে পারে।” ঘটনাচক্রে পাহেলগাঁও হামলার আবহেই বালুচিস্তান নিয়ে পাকিস্তানের (Pakistan) চিন্তা বৃদ্ধি করছে বালুচ লিবারেশন আর্মি। সামগ্রিকভাবে মাঙ্গোচরের এই ঘটনা পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করেছে এবং বালুচ বিদ্রোহীদের ক্রমবর্ধমান আত্মবিশ্বাসও এই হামলায় স্পষ্ট হয়েছে।

আরও পড়ুন: “এটা করো না…”, সেঞ্চুরির পর টানা ২ ইনিংসে ব্যর্থ হওয়া বৈভব সূর্যবংশীকে বড় পরামর্শ দিলেন সৌরভ

এদিকে, কোট ল্যাঙ্গভ এলাকায় একটি লেভি চেকপোস্টে বাইকে চেপে হামলাকারীরা গুলি চালালে একজন আধিকারিক নিহত হন। এছাড়াও, কলাত জেলার রহিমাবাদ এলাকায় একটি সেতুর নিচে বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যার ফলে সেতুর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও, মাস্তুংয়ে একটি যাত্রীবাহী বাসে গুলি চালানো হয়। যার ফলে মহিলা ও শিশুসহ ৬ জন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। এমতাবস্থায়, বালুচ বিদ্রোহীরা যে অত্যন্ত দাপটের সাথে পাকিস্তানের (Pakistan) ওপর চাপ বৃদ্ধি করছে তা আর বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত উল্লেখ্য যে, পশতুনিস্তান হল মধ্য ও দক্ষিণ এশিয়ার সংযোগস্থলে অবস্থিত একটি ঐতিহাসিক অঞ্চল। যেটি ইরানি মালভূমিতে অবস্থিত। যেখানে দক্ষিণ ও পূর্ব আফগানিস্তানের পশতুন জনগোষ্ঠী এবং উত্তর-পশ্চিম পাকিস্তানের (Pakistan) পশতুন জনগোষ্ঠী বসবাস করে। এই অঞ্চল পশতুনখোয়া বা পখতুনখোয়া নামেও পরিচিত। পশতুনরা পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বিভক্ত একটি জাতিগত গোষ্ঠী। যাদের বিপুল জনসংখ্যা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) থেকে শুরু করে পাকিস্তানের উত্তর বেলুচিস্তানে এবং আফগানিস্তানের ডুরান্ড লাইনের ওপারে রয়েছে। উভয় পক্ষের বহু পশতুন ডুরান্ড লাইনকে আন্তর্জাতিক সীমান্ত হিসেবে পুরোপুরি স্বীকৃতি দেন না। যার ফলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দীর্ঘস্থায়ী উত্তেজনা বিরাজ করে। এমতাবস্থায়, এই সম্মিলিত বিষয়গুলি পাকিস্তানকে যথেষ্ট চাপে রেখেছে।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X