বাংলা হান্ট ডেস্কঃ সংশোধিত ওয়াকফ আইন (WAQF Act) কার্যকর হওয়ার পরেই দেশের নানান প্রান্তে প্রতিবাদের ঝড় উঠেছিল। বাংলাতেও সেই আঁচ এসে পড়ে। উত্তপ্ত হয়ে ওঠে জঙ্গিপুর, মুর্শিদাবাদ সহ বেশ কিছু এলাকা। ইতিমধ্যেই এই বিতর্কিত আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে (Supreme Court) একাধিক মামলা দায়ের হয়েছে। সোমবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার (CJI Sanjiv Khanna) বেঞ্চে এর শুনানি ছিল।
ওয়াকফ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে (Supreme Court) যা হল…
সংসদের দুই কক্ষে পাশ হওয়ার পর ওয়াকফ সংশোধনী বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন। এরপর গোটা দেশে এই আইন কার্যকর হয়। তারপর থেকেই নানান প্রান্তে ওঠে বিক্ষোভের ঝড়। এই আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়। গত ২৫ এপ্রিল এই মামলায় নিজেদের বক্তব্য জানিয়ে হলফনামা দেয় কেন্দ্র। রবিবার এই আইনের বিরুদ্ধে মামলা করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দল ডিএমকে।
সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে ফের ওয়াকফ মামলার (WAQF Act Case) শুনানি ছিল। এই আইনের বিশেষ কিছু ধারায় সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কিনা সেদিকে নজর ছিল অনেকের। তবে আজ এমন কিছুই হয়নি। কেন্দ্রের আবেদন মেনে কোনও নির্দেশিকা দেয়নি শীর্ষ আদালত।
আরও পড়ুনঃ ‘বলছে আমি নাকি চুরি করেছি, আমার বাড়িতেই তো ৪টে নিমগাছ’! নিমকাঠ চুরি বিতর্কে মুখ খুললেন মমতা
সংক্ষিপ্ত শুনানিতে এদিন প্রধান বিচারপতি বলেন, ‘দু’টো বিষয়ে বলার আছে। আমি কোনও রায় বা অন্তর্বর্তী নির্দেশ দিতে চাই না। সঠিক দিনেই মামলাটি শোনা উচিত। এই মামলা আমার হাতে থাকবে না। বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে পাঠাচ্ছি’।
সুপ্রিম কোর্টের তরফ থেকে এদিন স্পষ্ট করে দেওয়া হয়, বিশদে শুনে ও খতিয়ে দেখার পরেই সংশোধিত ওয়াকফ আইন নিয়ে কোনও নির্দেশিকা দেবে আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী ১৫ মে। তার ঠিক দু’দিন আগে, ১৩ মে অবসর নিচ্ছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। ফলে ১৫ তারিখ এই মামলা উঠবে এদেশের পরবর্তী প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে।
উল্লেখ্য, গোটা দেশে কার্যকর হওয়ার পর থেকেই শিরোনামে রয়েছে সংশোধিত ওয়াকফ আইন। ইতিমধ্যেই এই নিয়ে সুপ্রিম কোর্টেও (Supreme Court) মামলা হয়েছে। আগামী ১৫ তারিখের শুনানিতে কী হয় সেটাই দেখার।